• প্যালে‌‌স্তাইন রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র সমাধান, দাবি ইউরোপীয় ইউনিয়নের...
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ ইউরোপীয় ইউনিয়নের বিদেশ সচিব জোসেফ বোরেল বলছেন, শুধুমাত্র প্যালেস্তাইন রাষ্ট্রের প্রতিষ্ঠাই শান্তি আনতে পারে। লেবানন সফরকালে গাজা সঙ্কট নিয়ে মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। তারপর থেকেই গাজায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। বহু প্যালেস্তাইনি মারা গেছেন। বহু শিশু মৃত। অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। ইজরায়েলের হামলায় অন্তত ২৩ হাজার মানুষ মারা গেছেন। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, হামলার জেরে গাজায় ঘরছাড়া মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ। শরণার্থী শিবিরে যারা আশ্রয় নিয়েছেন, সেই শিবিরে খাবার, জল, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে তুরস্ক সফরে গেছেন মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ইজরায়েল–প্যালেস্তাইন ছাড়াও মধ্যপ্রাচ্যে জর্ডন, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, মিশর সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর। 
  • Link to this news (আজকাল)