• প্রজাতন্ত্র দিবসে বাতিল কর্ণাটকের ট্যাবলো, দ্বন্দ্ব বিজেপি-কংগ্রেসের...
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে জোর কদমে। এর মধ্যেই জানা গিয়েছে, একগুচ্ছ রাজ্য, যেখানে শাসক দল বিজেপি বিরোধী, তাদের ট্যাবলো বাতিল হয়েছে। বাংলার ট্যাবলোও বাতিল হয়েছে বেশ কয়েকবার। এবার তালিকায় নাম কর্ণাটকের। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সে রাজ্যের ট্যাবলোকে অনুমতি না দেওয়া নিয়ে। তাতে গেরুয়া শিবির পাল্টা জবাবে বলছে, এই ইস্যু নিয়ে রাজনীতি করার পরিবর্তে কর্ণাটকের কংগ্রেস সরকারের উচিত ছিল, কেন্দ্রের কাছে যাওয়া। কর্ণাটকের বিজেপির রাজ্য সভাপতি এই প্রসঙ্গে বলেছেন, গত ১৪ বছর ধরে কর্ণাটকের ট্যাবলো দিল্লির রাস্তায় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে। অন্যান্য রাজ্য গুলিকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য এবার কর্ণাটকের নাম রাখা হয়নি। উল্লেখ্য, এর আগে যখন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কর্ণাটকের ট্যাবলো জায়গা পায়নি, তখন তৎকালীন বিজেপি সরকার দিল্লি পর্যন্ত গিয়েছিল, এবং অনুমতিও পায়। বিজেপির বক্তব্য, বর্তমান সরকার তা না করে বিষয়টি নিয়ে রাজনীতি করছে।
  • Link to this news (আজকাল)