• নজরে লোকসভা নির্বাচন, বিজেপির টার্গেট ৪০০
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের ডঙ্কা বাজতে বেশি সময় নেই। আগে থেকেই প্রস্তুতি নিয়েছে বিজেপি হাইকমান্ড। বিজেপির এবারের টার্গেট লোকসভায় ৫৪৩ টি আসনের মধ্যে ৪০০ টি আসনে জয়লাভ করা। তবে কোন পথে আসবে এই ৪০০ আসন ? বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার বিজেপি সভাপতি জেপি নাড্ডা একটি বিশেষ বৈঠক করেন। সেখানেই স্থির হয়েছে বিরোধী দলের বিশেষ নেতাদের বিজেপিতে যোগদান করাতে হবে। যেসমস্ত বিজেপি সাংসদের সুনাম রয়েছে তাঁদেরকে বিজেপিতে যোগদান করার প্রস্তাব দেওয়া হবে। সেই ব্যক্তির নির্বাচনে জয়লভার করিশ্মা কতটা রয়েছে তাও খতিয়ে দেখবে বিজেপির একটি বিশেষ কমিটি। বিজেপি নেতা বিনোদ তাওডেকে এই যোগদানের বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যা ঠিক মনে করবেন সেটাই করবেন। প্রসঙ্গত, ১৯৮৪ সালে রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ৪০০ আসনে জয়লাভ করেছিল। সেই কথাকে মাথায় রেখে এবারে ছক সাজাতে চাইছে বিজেপি। এদিনের বৈঠকে জেপি নাড্ডার পাশাপাশি ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, অশ্বিনী বৈষ্ণব, মানসুখ মাণ্ডব্য এবং অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।
  • Link to this news (আজকাল)