• ‘শীঘ্রই ৩৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশ হবে ভারত’: মুকেশ অম্বানি...
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২০৪৭ সালের মধ্যে ৩৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত। তার মধ্যে গুজরাটই ৩ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হবে। বুধবার গুজরাট বাণিজ্য মেলায় এই কথা জানিয়েছেন মুকেশ অম্বানি। তিনি বলেন, পৃথিবীর কোনো শক্তিই ভারতকে ২০৪৭ সালের মধ্যে ৩৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়া থেকে আটকাতে পারবে না। গুজরাটের বৃদ্ধিতে রিলায়েন্সের অবদানও তুলে ধরেন তিনি। পাশাপাশি, আগামী দশ বছরে গুজরাটের বৃদ্ধিতে বিনিয়োগ করবেন বলেও জানিয়েছেন তিনি।রিলায়েন্স গুজরাটকে ইকো-ফ্রেন্ডলি রাজ্য হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। রিলায়েন্সের কর্ণধার জানান, ২০৩০ সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তির মাধ্যমে গুজরাটের অর্ধেক শক্তির চাহিদা পূরণের লক্ষ্যে সহায়তা করব।
  • Link to this news (আজকাল)