• টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে ক্যুইজ অলিম্পিয়াড
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন: টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে দক্ষিণবঙ্গের ছয়টি জেলার প্রায় ১০০টি স্কুলকে নিয়ে শুরু হলো টেকনো অলিম্পিয়াড। আগামী ১৭ তারিখ উত্তরবঙ্গের স্কুলগুলিকে নিয়ে শুরু হবে প্রতিযোগিতার পরবর্তী পর্ব। বুধবার চুঁচুড়া খাদিনা মোড় টেকনো ইন্ডিয়া গ্ৰুপ পাবলিক স্কুলে শুরু হয় এই ক্যুইজ প্রতিযোগিতা। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে সিনিয়র এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে জুনিয়র বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুটি বিভাগ মিলিয়ে হুগলি জেলার প্রায় ১৮টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। স্কুলের অধ্যক্ষা প্রদীপ্তা চ্যাটার্জী জানিয়েছেন, ‘দুটি বিভাগ মিলিয়ে হুগলি জেলার সিবিএসসি, আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংরেজি মাধ্যমের মোট আঠেরোটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ছয়টি জেলায় চলছে এই জেলাভিত্তিক ক্যুইজ প্রতিযোগিতা। বিভিন্ন জেলা থেকে জয়ী বারোটি দল তারা অংশগ্রহণ করবে সেমিফাইনালে’। জানা গিয়েছে, আগামী ২০ জানুয়ারি শিলিগুড়ি টেকনো ইন্ডিয়া গ্ৰুপ ওয়ার্ল্ড স্কুলে এই সেমিফাইনাল প্রতিযোগিতা হবে। ২ ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে ফাইনাল প্রতিযোগিতা। সেমিফাইনাল এবং ফাইনালে উপস্থিত থাকবেন বিখ্যাত ক্যুইজ মাস্টার ব্যারি ও ব্রায়েন।ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)