• ‌‌গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে চলবে সাড়ে তিনশো বাস
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য রাজ্যের দুই রাষ্ট্রীয় পরিবহন নিগম মোট সাড়ে তিনশো বাস পথে নামাবে। পশ্চিমবঙ্গ পরিবহন নিগম বা (‌WBTC)‌ ২৭৫ টি এবং দক্ষিণবঙ্গ পরিবহন নিগম বা (‌SBSTC)‌ ৭৫টি বাস চালাবে বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে। হাওড়া স্টেশন চত্বর এলাকা থেকে এবং আউট্রাম ঘাট থেকে এই পরিষেবা পাওয়া যাবে। হাওড়া স্টেশন চত্বর থেকে নামখানা এবং হারউড পয়েন্ট পর্যন্ত ভাড়া মাথা পিছু ৬৫ টাকা ও আউট্রাম ঘাট থেকে নামখানা ও হারউড পয়েন্ট পর্যন্ত এই ভাড়া ৬০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া কচুবেড়িয়া থেকে সাগরের ভাড়া মাথা পিছু ৩৫ টাকা ধার্য করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে। এছাড়া তীর্থযাত্রীদের সুবিধার্থে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে একটি হেল্পলাইন চালু হচ্ছে। নম্বরটি হল–1800-532-5328।
  • Link to this news (আজকাল)