জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু আবার একটা নতুন সিরিজ। এবার ভারত-আফগানিস্তান মুখোমুখি হচ্ছে তিন ম্য়াচের টি২০ সিরিজে (IND vs AFG)। টি২০ বিশ্বকাপে নামার আগে এটাই ভারতের শেষ আন্তর্জাতিক টি২০ অ্যাসাইনমেন্ট। ১১ জানুয়ারি অর্থাৎ আগামিকাল মোহালিতে রোহিত অ্যান্ড কোং প্রথম টি২০আই ম্য়াচ খেলবে। তারপর দ্বিতীয় ও তৃতীয় টি২০আই যথাক্রমে ইন্দোর ও বেঙ্গালুরুতে। ১৪ ও ১৭ জানুয়ারি খেলা। তবে সিরিজ শুরুর ২৪ ঘণ্টারও অনেক আগে চলে এল সেই খবর। সম্ভাবনাই সত্য়ি প্রমাণিত হল। মাথায় আকাশ ভেঙে পড়ল আফগানিস্তানের। ফিট হতে পারলেন না তাঁদের তুরুপের তাস-রশিদ খান (Rashid Khan)। প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে এসে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জরদান (Ibrahim Zadran) জানিয়ে দিলেন যে, তাঁরা পুরো সিরিজেই পাচ্ছেন না দলের তারকা স্পিনার ও দুরন্ত ব্য়াটারকে।বুধবার মোহালিতে জরদান রশিদের প্রসঙ্গে বলেন, 'দেখুন রশিদ পুরোপুরি ফিট হয়নি। ও রিহ্য়াব করছে। আমরা ওকে এই সিরিজে মিস করব। রশিদকে ছাড়া আমরা কয়েকজন খেলোয়াড়ের উপর আস্থা রেখেছি। মুজিবের মতো ক্রিকেটার রয়েছে আমাদের টিমে। যারা প্রচুর ক্রিকেট খেলেছে। তবে রশিদকে ছাড়া আমাদের খোঁড়াতে হবে একথা ঠিকই। তবে এরকম পরিস্থিতির জন্য় তৈরি থাকতেই হয়।' রশিদ কিন্তু দলের সঙ্গে মোহালিতে এসেছেন। গুজরাত টাইটান্সে তাঁর নতুন অধিনায়ক, শুভমন গিলের সঙ্গে খোশমেজাজে আড্ডাও দিয়েছেন গতকাল। সেই ছবিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে রশিদের খেলা নিয়ে একটা জল্পনা চলছিলই। অবশ্যই কারণ ফিটনেস। এবার চলে এল চূড়ান্ত আপডেট। রশিদ কিন্তু বিশ্বকাপের পর থেকে আর কোনও প্রতিযোগিতামূলক ম্য়াচ খেলেননি। বিশ্বকাপের পর তাঁর পিঠে অস্ত্রোপচার হয়। বিবিএল ও এসএটোয়োন্টিও খেলা হয়নি রশিদের। এখন দেখার বিশ্ববন্দিত লেগস্পিনার কবে ফিট হতে পারেন। রশিদকে না পাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা আফগানিস্তানের জন্য়। এই নিয়ে কোনও সন্দেহ নেই। রশিদ একা হাতে ম্য়াচের রং বদলে দিতে পারেন। সে ব্য়াটে হোক বা বলে। দেখতে গেলে আফগান অধিনায়কও অকপটে স্বীকার করে নিয়েছেন যে, রশিদ ছাড়া তাঁর দল ধুঁকবে। যুদ্ধবিধ্বস্ত ক্রিকেটীয় দেশ আফগানিস্তান। সেই দেশের ক্রিকেট ইতিহাস লেখা হলে রশিদকে ছাড়া তা কখনই সম্ভব নয়। রশিদকে না পাওয়া যেমন তাঁর দলের জন্য় বিরাট ধাক্কার। তেমনই ভারতের জন্য় এই বার্তা বিরাট স্বস্তিরও।