ধোনি-কোহলির রেকর্ডে চোখ, ১৪ মাস পর ফিরলেন রোহিত, কী কী করতে পারেন'
২৪ ঘন্টা | ১০ জানুয়ারি ২০২৪
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে বিশ্বকাপের (CWC23) পর থেকে আর সীমিত ওভারের ক্রিকেটে দেখা যায়নি রোহিত র্শমাকে (Rohit Sharma)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্য়াচের টেস্ট সিরিজ খেলেছেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্য়াচের টি২০ সিরিজের জন্য়, রোহিতের নেতৃত্বে দল করে অজিত আগরকরের (Ajit Agarkar) জাতীয় নির্বাচক কমিটি বুঝিয়ে দিয়েছে যে, দেশের তিন ফরম্য়াটের অধিনায়ক ভীষণ ভাবে কুড়ি ওভারের বিশ্বকাপে থাকছেন। মহাযুদ্ধে নামার আগে এটাই ভারতের শেষ আন্তর্জাতিক টি২০ অ্যাসাইনমেন্ট। রোহিতকে ১৪ মাস পর দেখা যাবে দেশের জার্সিতে টি২০ ক্রিকেটে। শেষবার তিনি খেলেছিলেন ২০২২ সালের টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে। অ্যাডিলেডে খেলেছিল ভারত-ইংল্যান্ড। ইংরেজদের কাছে ১০ উইকেটে হেরে ভারতের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছিল।আর কয়েক ঘণ্টার অপেক্ষা। ১১ জানুয়ারি অর্থাৎ আগামিকাল মোহালিতে রোহিত অ্যান্ড কোং প্রথম টি২০আই ম্য়াচ খেলবে। তারপর দ্বিতীয় ও তৃতীয় টি২০আই যথাক্রমে ইন্দোর ও বেঙ্গালুরুতে। ১৪ ও ১৭ জানুয়ারি খেলা। রোহিতের সামনে এখন একাধিক রেকর্ডে নাম লেখানোর সুযোগ রয়েছে। কিংবদন্তি এমএস ধোনির নেতৃত্বে ভারত ৭২টি টি২০ ম্য়াচের মধ্য়ে ৪২টি ম্য়াচে জিতেছে। ধোনির নেতৃত্বে ভারত যদি আফগানিস্তানকে চুনকাম করতে পারে, তাহলে হিটম্য়ান ধোনির সঙ্গে যুগ্মভাবে দেশের সর্বকালের সফলতম টি২০ অধিনায়ক হবেন। রোহিত ইতিমধ্য়ে টি২০আই ফরম্য়াটে বিরাটকে ছাপিয়ে গিয়েছেন। মুম্বইকরের নেতৃত্বে ভারতের জয়ের শতকরা হার ৭৬.৭৪ শতাংশ। কোহিলর সেখানে ৬০। কোহলির ক্য়াপ্টেনসিতে ভারত ৫০টি টি২০ ম্য়াচের মধ্য়ে ৩০টি জিতেছে। অন্য়দিকে রোহিত পুরুষদের আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে দ্বিতীয় ব্য়াটার হিসেবে ৪০০০ রান করার পথে। রোহিতকে তিন ম্য়াচ মিলিয়ে ১৪৭ রান করলেই চলবে। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে (পুরুষ ও নারী মিলিয়ে) দু'জন ক্রিকেটার ৪০০০ রানের মাইলস্টোন স্পর্শ করেছেন। একজন বিরাট কোহলি, অন্য়জন নিউ জিল্য়ান্ডের সুজি বেটস।আফগানিস্তান সিরিজের জন্য ঘোষিত ভারতের স্কোয়াড- রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, আবেশ খান ও মুকেশ কুমার