• ‘অনেকেরই অনেক স্বপ্ন আছে’, ভোট বন্ধের ব্যর্থ চেষ্টা প্রসঙ্গে হাসিনা...
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • সমীর দে, ঢাকা: মানুষ ভোট দিতে আসায় নির্বাচন বন্ধের অনেকের চেষ্টা ব্যর্থ হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামি লিগের জনসভায় বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে ভোট হয়েছে বলে কেউ বলতে পারবে না। ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচনে কেউ বলতে পারবে না ভোট কারচুপি হয়েছে, তা বলার কোনো ক্ষমতা নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর এটাই ছিল আওয়ামি লিগের প্রথম কোনও সমাবেশ। তিনি বলেন, "অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন এইবার অনুষ্ঠিত হয়েছে সেটা আপনারা দেখেছেন। আমি মনে করি নির্বাচন কমিশন আইন করে সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন কমিশন গঠন করে সেই নির্বাচন কমিশনকে আমরা নির্বাচন পরিচালনা করতে দিয়েছি। কোন রকম হস্তক্ষেপ আমরা করিনি, সহযোগিতা করেছি। "টানা চতুর্থ মেয়াদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাওয়া আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনা নির্বাচন আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, "অনেকেরই অনেক রকম স্বপ্ন আছে, অনেকেই নির্বাচন বন্ধ করতে চেয়েছিল ব্যর্থ হয়েছে। নির্বাচনে মানুষ যাতে ভোট দিতে না আসে সেটা ঠেকাতে চেয়েছিল তারপরেও ৪১.৮ ভাগ ভোট পড়েছে সাধারণ নির্বাচনে। এটা সোজা কথা না, খুবই বড় কথা। আওয়ামি লিগ এবং আমাদের সমমনা দল যখন নির্বাচন করেছে আরেকটি দল তখন নির্বাচন ব্যাহত করার চেষ্টা করেছে।" সঙ্গেই বলেন, "আমি বিশ্বাস করি আওয়ামি লিগ ক্ষমতায় ফিরে আসতে পারবে বলেই, আজ বাংলাদেশে যে অগ্রযাত্রা এই অগ্রযাত্রা আর কেউ ব্যহত করতে পারবে না। আপনাদের এই মিটিং থেকে সরাসরি বঙ্গভবনে যাব, মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার চিঠি আমি হস্তান্তর করব এবং এরপর আমরা সরকার গঠন করব।" বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারের মন্ত্রিসভা হবে নবীন-প্রবীনের সমন্বয়ে। পুরনোরা যেমন থাকবে, তেমনি আসবেন নতুনরা। একটা শক্তিশালী মন্ত্রীসভা হবে।
  • Link to this news (আজকাল)