• সেনা সদর দপ্তরে হামলার মামলায় গ্রেপ্তার ইমরান খান
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের সেনা সদর দপ্তরে হামলার ঘটনায় গ্রেপ্তার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমানে অন্য একটি মামলায় অভিযুক্ত হয়ে তিনি আদিয়ালা কারাগারে বন্দি। জানা গিয়েছে, সাইফার মামলায় ইমরানের মুক্তির পরোয়ানা জারি হওয়ার পরই তাঁকে সেনা দপ্তরে হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার পাকিস্তানের প্রাক্তন এই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল শুনানি ছিল। শুনানি চলাকালীন সেনা সদর দপ্তরে হামলার ঘটনায় ইমরানের রিমান্ড মঞ্জুর করতে আদালতের কাছে আবেদন করেন এক কর্মকর্তা। পরে বিচারক মালিক ইজাজের সভাপতিত্বে রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী বিশেষ আদালত ১২টি মামলায় ইমরান খানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত নির্দেশ দিয়েছে, আদৌ ওই ঘটনায় ইমরান যুক্ত ছিলেন না তা তদন্ত করে দেখতে হবে। আগামী ১১ জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থাকে। ওইদিনই পরবর্তী শুনানি। উল্লেখ্য, ঘটনার একদিন আগে সাইফার মামলায় ইমরানের জামিনের নির্দেশ দেয় আদালত। জামিনের নির্দেশ পেয়েও তোশাখানা এবং ১৯০ মিলিয়ন পাউন্ড আল-কাদির ট্রাস্ট কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়ার কারণে জেলে বন্দি থাকতে হচ্ছে ইমরানকে।
  • Link to this news (আজকাল)