• প্রথম টি-২০ তে নেই কোহলি, ঈশান-শ্রেয়সের বাদ পড়া নিয়ে কী বললেন দ্রাবিড়' ...
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে নেই বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী ম্যাচ খেলতে পারবেন না প্রাক্তন অধিনায়ক। বুধবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এমনই জানান রাহুল দ্রাবিড়। তবে পরের দুটো ম্যাচে পাওয়া যাবে বিরাটকে। রোহিতের সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়েসওয়াল। টি-২০ সিরিজে নজর থাকবে রিঙ্কু সিংয়ের ওপর। এই সিরিজ কেকেআরের ক্রিকেটারের জন্য বিশ্বকাপের দরজা খুলে দিতে পারে। এই প্রসঙ্গে দ্রাবিড় বলেন, "আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা ভাল করেছে রিঙ্কু। ফিনিশারের ভূমিকায় নিজেকে মানিয়ে নিয়েছে। আমরা ওর থেকে এটাই চাই। আফগানিস্তান সিরিজ এবং আইপিএল নিজেকে আরও তৈরি করে নেওয়ার মঞ্চ। তারওপর নির্ভর করবে বিশ্বকাপের দলে জায়গা পাওয়া। তবে ভাল খেলতে পারলে অবশ্যই নির্বাচকদের নজরে পড়বে।" তিন ম্যাচের টি-২০ সিরিজ বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের শেষ সিরিজ। তাই এখানেই বিশ্বকাপের ব্লু প্রিন্ট তৈরি করে নিতে চাইছে ম্যানেজমেন্ট। দ্রাবিড় বলেন, "গত কয়েক বছরে আমরা বেশ কয়েকটা আইসিসি টুর্নামেন্ট খেলেছি। পরপর ক্রিকেট খেলায় যারা তিন ফরম্যাটেই খেলছে তাঁদের জন্য একটু চাপ হয়ে যায়। ইংল্যান্ডের সঙ্গে পাঁচটি টেস্টের কথা ভেবে এই সিরিজে বুমরা, জাদেজা, সিরাজকে খেলানো হচ্ছে না। টি-২০ বিশ্বকাপের পর আমাদের লক্ষ্য ছিল একদিনের বিশ্বকাপ। তারপর খুব বেশি টি-২০ খেলার সুযোগ নেই। তাই প্রস্তুতিরও সুযোগ নেই। আমাদের আইপিএলের ওপরই নির্ভর করতে হবে। একসঙ্গে খেলার খুব বেশি সুযোগ নেই। তাই তারমধ্যেই মানিয়ে নিতে হবে।" আফগানিস্তান সিরিজ থেকে বাদ পড়েছেন ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার।‌ প্রথমজন শৃঙ্খলাভঙ্গের কারণে হলেও, দ্বিতীয়জন সম্পূর্ণ ভিন্ন কারণে। এমনই দাবি করেন ভারতের কোচ। দ্রাবিড় বলেন, "ঈশান কিষাণের কথা ভাবা হয়নি। দক্ষিণ আফ্রিকায় ও একটা বিরতি চেয়েছিল, আমরা তাতে রাজি ছিলাম। আশা করছি ঘরোয়া ক্রিকেট খেলে ফিরে আসবে। শ্রেয়সের ক্ষেত্রে শৃঙ্খলাভঙ্গ কারণ নয়। দলে একাধিক ব্যাটার থাকায় বাদ পড়েছে। দক্ষিণ আফ্রিকায় টি-২০ খেলেছে। ও ভাল প্লেয়ার। কিন্তু সবাইকে দলে জায়গা দেওয়া সম্ভব নয়।" ১১, ১৪ এবং ১৭ জানুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে তিনটে টি-২০ ম্যাচ খেলবে ভারত। 
  • Link to this news (আজকাল)