• সাসপেন্ড হওয়া সাংসদদের জবাব তলব করল স্বাধিকার কমিটি
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি:রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়া ১১ জন সাংসদের থেকে জবাব চায় স্বাধিকার কমিটি। ইন্ডিয়া জোটের এই ১১ জন সাংসদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে শুরু করে অসংসদীয় আচরণ করার অভিযোগ তোলা হয়। পুরো অধিবেশনের জন্য তাঁদের সাসপেন্ড করার পাশাপাশি অভিযোগ পাঠানো হয় রাজ্যসভার স্বাধিকার কমিটিতে। সাংসদদের নিয়ে রিপোর্ট রাজ্যসভায় জমা না হওয়া পর্যন্ত এই ১১ জনের সাসপেনশন থাকবে।শীতকালীন অধিবেশনে লোকসভায় নিরাপত্তা লঙ্ঘন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব তলব ইস্যুতে বিক্ষোভ করে ইন্ডিয়া শিবির। সেই কারণে ৪৬ জন সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়। তাঁদের মধ্যে ৩৫ জনকে পুরো অধিবেশনের জন্য এবং বাকি ১১ জনকে স্বাধিকার কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেন্ড করা হয়। ১১ জনের তালিকায় রয়েছেন কংগ্রেসের সাংসদ এবং স্বাধিকার কমিটির সদস্য কুমার খেটকর। গতকাল মঙ্গলবার সাসপেনশন হয় প্রথম বৈঠক করে রাজ্যসভার স্বাধিকার কমিটি। সূত্রের খবর, চেয়ারম্যানের তাঁদের সাসপেন্ডের সুপারিশ কমিটির কাছে পৌঁছেছে। তার ভিত্তিতেই সাসপেন্ড হওয়া সাংসদদের জবাব চাওয়া হয়েছে। ১১ জনের লিখিত জবাব পাওয়ার পর তা খতিয়ে দেখে বিবেচনা করা হবে তাঁদের কমিটির সামনে হাজিরা দিতে ডাকা হবে কিনা। সূত্রের খবর, সাংসদদের জবাবে সন্তুষ্ট হলে তার ভিত্তিতেই রিপোর্ট তৈরি করা হবে এবং তা রাজ্যসভায় পেশ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, স্বাধিকার কমিটির প্রধান রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। খুব দ্রুতই কমিটির পরবর্তী বৈঠক হবে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে জবাব দেওয়ার জন্য সাংসদরা ১০ দিনেরও কম সময় পাবেন। বাজেট অধিবেশনের প্রথম দিনেই রিপোর্ট জমা দিতে চায় স্বাধিকার কমিটি।
  • Link to this news (আজকাল)