• ডানকুনি কাণ্ডে গ্রেপ্তার ৬ বিজেপি কর্মী
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন: ডানকুনিতে অনুমোদনহীন বাইক র‍্যালি এবং সঙ্গে জাতীয় সড়ক অবরোধের ঘটনায় গ্রেপ্তার ৬ বিজেপি কর্মী। এই গ্রেপ্তারির প্রতিবাদে শ্রীরামপুরে অবস্থান বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। গ্রেপ্তারির পর তাঁদের আদালতে তোলা হলে জামিনের আবেদন নাকচ করেন বিচারক। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি ডানকুনিতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির বাইক র‍্যালি আটকায় পুলিশ। পদযাত্রার অনুমতি নিয়ে বাইক মিছিল করায় পুলিশ মিছিল আটকায়। পুলিশ জানিয়েছে, মিছিল সম্পূর্ণই বেআইনি ছিল। কোনো বাইক আরোহীর হেলমেট ছিলো না। মিছিল আটকানোর পর বেশ কিছু বিজেপি কর্মী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। যানজটের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। ঘটনায় ছ’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে এদিন শ্রীরামপুর বটতলায় বিক্ষোভ অবস্থান শুরু করে বিজেপি। যোগ দেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, প্রণয় রায় সহ রাজ্য এবং জেলা বিজেপি নেতৃত্ব। ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। পাল্টা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম গুঁইন বলেন, বিজেপি দল এবং প্রশাসনকে গুলিয়ে ফেলে। দুটো সম্পূর্ণ ভিন্ন। দল দলের কাজ করে, প্রশাসন প্রশাসনের কাজ করে। ওরা সেটা মানে না, তাই দলের ফায়দা তুলতে সরকারি এজেন্সিকে ব্যবহার করে। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই। ওরা বেআইনি কাজ করেছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে। ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)