• শীর্ষ আদালতে অভিষেক
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতে গেলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। সূত্রের খবর, অভিষেক সুপ্রিম কোর্টে অভিযোগ করেছেন, বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করছেন বিচারপতি। পদক্ষেপ গ্রহণ করা হোক তাঁর বিরুদ্ধে। উল্লেখ্য, গত কয়েকমাসে একাধিকবার রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সংবাদ মাধ্যমের সামনেও একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ইতিমধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছেন তৃণমূলের মুখপাত্র, ছাত্রনেতা সুদীপ রাহা। তাঁর অভিযোগ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির আসনের মর্যাদা রাখতে পারেননি। শীর্ষ আদালতের কাছে তাঁর আর্জি ছিল বিচারপতির বিরুদ্ধে ১২৪(৪) ধারা প্রয়োগ করা হোক। তারপরেই বিচারপতির বিরুদ্ধে শীর্ষ আদালতে গেলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।  অন্যদিকে জানা গিয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংক্রান্ত বিষয় ছাড়াও তৃণমূল সাংসদ বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চ থেকে মামলা সরানোর আবেদন জানিয়েছেন শীর্ষ আদালতে। সূত্রের খবর, অভিষেক ব্যানার্জি আর্জি জানিয়েছেন, যাতে নিয়োগ সংক্রান্ত মামলা শোনার জন্য একটি বিশেষ বেঞ্চ তৈরি করেন হাই কোর্টের প্রধান বিচারপতি। বিশেষ বেঞ্চ গঠনের জন্য শীর্ষ আদালত যেন হাই কোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেন, সেই আর্জি জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
  • Link to this news (আজকাল)