• রামমন্দির উদ্বোধনের দিন কালীঘাটে মিলল না রামপুজোর অনুমতি, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি...
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন কালীঘাটে একমাস আগে থেকেই পুলিশের কাছে রামপুজো করার অনুমতি চেয়েছিল বিজেপি। সেই অনুমতি না মেলায় এবার হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্যের প্রধান বিরোধী দল। হাইকোর্টে মামলা করেছেন বিজেপির মিডিয়া বিভাগের ইনচার্জ তুষারকান্তি ঘোষ। জানা গিয়েছে, ২২ জানুয়ারি কালীঘাটে ৬৬ পল্লী ক্লাবের কাছে আয়োজন করা হয়েছে রামপুজোর। পাশাপাশি, সকাল থেকে এলইডি টিভিতে দেখানো হবে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। পুজোর পাশাপাশি প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি। কিন্তু অনুমতি না মেলায় এবার আবেদন জানানো হয়েছে হাইকোর্টে। মামলার অনুমতি মেলায় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আগামী সোমবার শুনানির সম্ভাবনা। উল্লেখ্য, রামমন্দির উদ্বোধনের দিন দেশজুড়ে রামপুজো করার আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীকে রামজ্যোতি জ্বালানোর আবেদনও জানিয়েছেন তিনি।
  • Link to this news (আজকাল)