• 'যে কেউ সুপ্রিম কোর্টে যেতেই পারেন', অভিষেকের মামলা নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়
    আজ তক | ১১ জানুয়ারি ২০২৪
  • কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই ইস্যুতে মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন, 'যাক না। যে কোনও মানুষের সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার রয়েছে।' 

    বুধবার সিমলা ব্যায়াম সমিতিতে বিবেকানন্দ মেলার উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিচারপতি বলেন, 'বিচারপতিদের নামে মামলা হতে পারে না এমন নয়। কিন্তু বিচারপতিদের কাছে সংবিধধানের রক্ষাকবচ থাকে। আগে জেনে নিই সুপ্রিম কোর্টে কী মামলা হয়েছে। তারপর যদি কিছু বলার থাকে তাহলে বলব। এখন দেখা যাক না কী হয়।' 

    বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, 'সেই মামলা যদি সুপ্রিম কোর্ট গ্রহণ করে তাহলে করতে পারে। বহু বিখ্যাত মানুষ যারা কাজ করার চেষ্টা করেছে তাদের টেনে নামানোর চেষ্টা হয়েছে। এমনকী বিদ্যাসাগর মহাশয় যখন বিধবা বিবাহ প্রচলন করতে যান তখন তাঁকেও শারীরিক হেনস্থার শিকার হতে হয়েছে।' 

    বিচারপতি আরও বলেন, 'এই বিষয়ে আমার বিশদে বলার আছে। মামলা যে কেউ করতে পারে। এমনকী কেউ বলতে পারে চাঁদ আমাকে পেড়ে দাও। যিনি সেই মামলা শুনছেন তিনি নির্ধারণ করবেন। তবে আমার মনে হয়, আমার কথাবার্তায় একটা শ্রেণি বিপদে পড়েছেন। যাদের প্রভাবিত হওয়ার কথা বলা হচ্ছে, তারা নিজেরাই ঠিক করবেন সেটা।' 

    প্রসঙ্গত, আদালতের ভিতরে বা বাইরে নানা মন্তব্য করে থাকেন বিচারপতি। সেই মন্তব্য যাতে তদন্তে প্রভাব না ফেলে তা নিশ্চিত করা হোক, এই আর্জি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও অভিযোগ, বিচারাধীন বিষয় নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন বিচারপতি। যা বিচারব্যবস্থার নীতির বিরুদ্ধে। এই ব্যাপারে পদক্ষেপেরও আর্জি জানিয়েছেন  অভিষেক। 

    নিয়োগ দুর্নীতি-সংক্রান্ত বিভিন্ন মামলার শুনানি চলছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। 'অযোগ্য'দের চাকরি বাতিল-সহ নানা পদক্ষেপ করতে দেখা গিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। দুর্নীতি নিয়ে বরাবরই সরব বিচারপতি গঙ্গোপাধ্যায়। এ জন্য রাজনৈতিক ভাবে তাঁকে বার বার আক্রমণ শানিয়েছে তৃণমূল।
  • Link to this news (আজ তক)