• বাইশ গজ তাঁকে চেনে এক ডাকে, ধর্ষণের দায়ে ৮ বছরের জেল আইপিএল ক্রিকেটারের!
    ২৪ ঘন্টা | ১১ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছরের অক্টোবরের ঘটনা। বেশ কিছুদিনের লুকোচুরি পর নেপাল পুলিসের (Nepal Police) জালে ধরা দিয়েছিলেন সন্দীপ লামিছানে (Sandeep Lamichane)। কিশোরীকে ধর্ষণের (Rape Case) গুরুতর অভিযোগ নেপাল ক্রিকেট দলের (Nepal Cricket Association) প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে খেলা সন্দীপকে, গত ২৯ ডিসেম্বর কাঠমান্ডু জেলা আদালতে ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত করেছিল। তখনই মনে করা হয়েছিল যে, এবার সন্দীপ বড় রকমের সাজাই ভোগ করতে চলেছেন। আর আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। বুধবার আদালত তাঁকে ৮ বছরের কারাদণ্ড দিল। বিচারক শিশির রাজ ধাকালের সিঙ্গল বেঞ্চ এই রায় দিয়েছে এদিন। কারাবাসের পাশাপাশি আর্থিক জরিমানাও দিতে হবে সন্দীপকে। ধর্ষিতার আর্থিক দুর্বলতার সুযোগ নিয়েই সন্দীপ তাঁকে দিনের পর দিন ধর্ষণ করেছে বলেই অভিযোগ। বিনা অনুমতিতে বলপূর্বক যৌন মিলনই করেছেন সন্দীপ। যদিও আদালত জানিয়েছে যে, ধর্ষিতার সঙ্গে সন্দীপ যখন বর্বরতা ঘটিয়েছেন, তখন আক্রান্ত ১৮ পেরিয়ে গিয়েছিলেন। সন্দীপ মাঝে জামিনে ছাড়া পেয়ে ক্রিকেটও খেলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচতে পারলেন না আইনের লম্বা হাত থেকে। ২৩ বছরের সন্দীপের বাইশ গজে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০১৮ সালে। দেশের জার্সিতে সাদা বলের ক্রিকেটে দুই ফরম্য়াটেই খেলেছেন তিনি। ওডিআই ও টি২০আই মিলিয়ে ১০০-র উপর ম্য়াচে তাঁর রয়েছে ২০০ উইকেট। ২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপে কিন্তু খেলবে সন্দীপের দেশ নেপাল। রয়েছে ওমানও। এশিয়া কোয়ালিফায়ার্সের ফাইনালে উঠেই এই দুই দেশের হাতে চলে এসেছিল বিশ্বকাপের 'কনফার্মড টিকিট'। সেমি-ফাইনালের দুই ম্য়াচে, নেপাল আট উইকেটে হারিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিকে। অন্যদিকে ওমান ১০ উইকেটে গুড়িয়ে দেয় বাহারিনকে। আগামী বছর আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যুগ্মভাবে বিশ্বকাপের আয়োজন করবে। সন্দীপের দেশ যখন বিশ্বকাপ খেলবে, তখন সন্দীপ থাকবেন হাজতে! 
  • Link to this news (২৪ ঘন্টা)