• শূন্যের নিচে পারদ, বরফের চাদরে ঢাকল রাজস্থানের মাউন্ট আবু ...
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জানুয়ারি মাসেও কাশ্মীরের গুলমার্গে ছিটেফোঁটা বরফও চোখে পড়ছে না স্থানীয়দের। অথচ রাজস্থানের মাউন্ট আবু ঢেকে গেল পাতলা বরফের চাদরে। বিস্তীর্ণ মাঠ থেকে, গাছপালা, গাড়ি, বাড়ির ছাদ বরফের চাদরে ঢাকা। যা দেখে বেজায় খুশি পর্যটকরা। বৃহস্পতিবার সকালে এমন বিরল দৃশ্যের নানা মুহূর্ত ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ মাউন্ট আবুতে সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের নিচে ছিল। যা মরশুমের শীতলতম দিন। গত কয়েক সপ্তাহেই তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারত। যার জন্য স্কুলগুলিতে বাড়িয়ে দেওয়া হয়েছে শীতকালীন ছুটির মেয়াদ। কনকনে ঠান্ডার আবহে ঘন কুয়াশার দাপট থাকায় জারি রয়েছে সতর্কতা। মৌসম ভবন জানাচ্ছে, ১৫ জানুয়ারি পর্যন্ত উত্তর ভারতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।
  • Link to this news (আজকাল)