• Konnagar: ৭৩ হার মানাচ্ছে ৩৭কে, বয়স একটা সংখ্যা মাত্র
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: ইচ্ছের কাছে হার মানতে হয় বয়েসকে। বয়স যে কেবলমাত্র একটা সংখ্যা, সেটা অনেকেই হয়ত মজার ছলে বলে থাকেন। তবে বাস্তবেই বয়স একটা সংখ্যা মাত্র, প্রমাণ করেছেন কোন্নগরের আরতি কংসবণিক। সম্প্রতি ওল্ড এজ নাশানাল রানিং কম্পিটিশনে স্বর্ণ পদক জয় করেছেন। এবার ইচ্ছে, নতুন বছরে ওড়িশায় ন্যাশনাল গেমসে অংশগ্রহণ করা। আরতি দেবীর বর্তমান বয়েস মাত্র ৭৩ বছর। কিন্তু তাঁর কার্যকলাপ ৩৭কে হার মানায়। প্রতিদিন সকালে ছুটে পাড়ি দেন কয়েক কিলোমিটার। ছুটে বেড়ান মাঠের এপ্রান্ত থেকে ওপ্রান্ত। ইতিমধ্যেই তিনি প্রমাণ করেছেন ইচ্ছের কাছে বয়সের বাধা কিছুই না। ছোটবেলায় খেলাধুলা ও অ্যাথলেটিক্স এর প্রতি ঝোঁক থাকলেও, সুযোগ ছিল না। তাই তা নিয়ে খুব বেশি এগোতে পারেননি। স্কুলের গণ্ডি পেরোতেই তাঁর বিয়ে হয়ে যায়। সংসার সামলে তিন মেয়েকে বড় করেন। তিন মেয়ের বিয়ে দেওয়ার পর আরতি দেবীর বয়েস তখন ৫০ এর কোঠায়। হাল ছাড়েননি। শরীর স্বাস্থ্য ভাল রাখতে আবারও তিনি মাঠে যাওয়া শুরু করেন। তার পর আবার তাঁকে পেয়ে বসে ছোটবেলার ঝোঁক, অ্যাটলেটিক্স। শুরু করেন কঠিন পরিশ্রম। অদম্য ইচ্ছের জোরে তিনি জয় করেন একের পর এক প্রতিযোগিতা। গত কয়েক বছরে আরতি দেবীর ঝুলিতে উঠেছে একাধিক পদক ও ট্রফি। জেলা থেকে রাজ্য স্তরের প্রতিযোগিতা জয় করে তিনি পৌঁছেছেন জাতীয় স্তরে। তৈরি করেছেন নতুন মাইলস্টোন। মূলত ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪০০ মিটার দৌড়ে মিলেছে একের পর এক সাফল্য। বর্তমানে নিয়ম করে প্রতিদিন সকালে শরীর চর্চা করতে বেরিয়ে পড়েন। ওয়ার্ম আপ করে নেওয়ার পরেই শুরু হয় এক্সারসাইজ। তার পর টানা কয়েক ঘন্টা দৌড়। আগামী মাসে জাতীয় প্রতিযোগিতার আসর বসবে ওড়িশায়। নিজেকে সেভাবে তৈরি করছেন। সময়ের অপেক্ষা, পদক জেতার জন্য প্রস্তুত কোন্নগরের আরতি কংসবণিক।ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)