• 'রাবণের মতো মতিভ্রম হয়েছে,' অযোধ্যার আমন্ত্রণ ফেরানোর কংগ্রেসকে কটাক্ষ BJP-র
    আজ তক | ১১ জানুয়ারি ২০২৪
  • ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দেবেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরী। তাঁরা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এই পদক্ষেপের জন্য বুধবার কংগ্রেসের সমালোচনা করেছে বিজেপি। তারা বলেছে যে ত্রেতাযুগে যেমন 'রাবণকে মগজ ধোলাই করা হয়েছিল', তেমনি কংগ্রেসীরাও তাদের চেতনা হারিয়েছে। কংগ্রেস বুধবার ঘোষণা করেছে যে মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ 'সম্মানজনকভাবে প্রত্যাখ্যান' করেছেন এবং তাঁরা অভিযোগ করেছেন যে বিজেপি এবং আরএসএস 'নির্বাচনী লাভের' জন্য এটি ব্যবহার করছে। একটি 'রাজনৈতিক কর্মসূচি' করা হয়েছে।

    জবাবে বিজেপির জাতীয় মুখপাত্র নলিন কোহলি বলেছেন, 'কংগ্রেস আনুষ্ঠানিকভাবে বলছে যে তার সিনিয়র নেতারা ২২ জানুয়ারি অযোধ্যায় থাকবেন না, এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ গত কয়েক দশকে কংগ্রেস এমন কোনও পদক্ষেপ নেয়নি যার দ্বারা বলা যায় যে তারা অযোধ্যায় মন্দির তৈরি দেখতে চায়। পূর্ববর্তী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার প্রভু রামের অস্তিত্ব অস্বীকার করার জন্য সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করেছিল। তারা কখনই এই ইস্যুটির দ্রুত শুনানি চায়নি। এখন সেখানে মন্দির তৈরি হওয়ায় তারা বলছে অযোধ্যায় যাবে না। তারা কখনই সেখানে মন্দির নির্মাণ করতে চায়নি। কংগ্রেসের অভিযোগ যে এটি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) একটি অজুহাত মাত্র। আসলে এটা কংগ্রেসের নিজস্ব ভাবনার সঙ্গে মেলে না। ভগবান রামের প্রতি বিশ্বাস থাকলে তারা অযোধ্যায় থাকতেন। সারা বিশ্ব ও দেশের লক্ষ লক্ষ ভারতীয়দের উৎসাহে যোগ দিত।'

    কংগ্রেসকে আমন্ত্রণ জানিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মনোজ তিওয়ারি

    আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় কংগ্রেস নেতাদের ব্যঙ্গ করে বিজেপি নেতা মনোজ তিওয়ারি বলেছেন, 'আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনে ভারতে ত্রেতাযুগের রাম রাজ্য ফিরে এসেছে। যারা ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন না, তাঁরা সারাজীবন অনুতপ্ত হবেন। যারা অযোধ্যায় রাম মন্দির নির্মাণ চায়নি, এমনকি ভগবান রামকে কাল্পনিক ব্যক্তি বলে আদালতে হলফনামাও দাখিল করেছে। তারপরও তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তার পরও মনটা খারাপ হয়ে গেছে। রাবণও ত্রেতাযুগে মন হারিয়েছিলেন। শাস্ত্র মতে, কলিযুগের পরপরই ত্রেতাযুগ শুরু হবে। আমি মনে করি এটি (ত্রেতাযুগ) শুরু হয়েছে নরেন্দ্র মোদীর সময়ে। এটাই রাম রাজ্যের সূচনা।'

    লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিজেপি রাম মন্দিরের অনুষ্ঠানকে রাজনৈতিক ব্যবহার করছে বলে বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে মনোজ কটাক্ষ করে বলেন, 'বিরোধী দলগুলি নির্বাচনে সাহায্য করলে ভগবান রামকেও ব্যবহার করতে পারে। কে সনিয়া জিকে হিন্দি বা ইতালীয় ভাষায় গান গাইতে বাধা দিয়েছে?'
  • Link to this news (আজ তক)