• গুপ্তধনের সন্ধানে ১৩০ ফুট গর্ত, তারপর ‌‌যা হল.‌.‌.‌
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ ব্রাজিলের এক বৃদ্ধ গুপ্তধন খুঁজতে গিয়ে ১৩০ ফুট গর্ত খুঁড়েছিলেন। ব্যয় করেছিলেন গোটা একটা বছর। শেষ পর্যন্ত সেই গর্তে পড়েই মৃত্যু হল তাঁর। মৃতের নাম জোয়াও পিমেন্টা। তিনি স্বপ্ন দেখেছিলেন, নিজের বাড়ির রান্নাঘরের নিচে প্রচুর সোনা লুকানো রয়েছে। সেই স্বপ্ন দেখেই ৭১ বছরের বৃদ্ধ ঠিক করে ফেলেছিলেন যেভাবেই হোক ওই অমূল্য রত্নভাণ্ডারের সন্ধান পেতেই হবে। যেমন ভাবা তেমন কাজ। প্রতিদিন একটু একটু করে সুড়ঙ্গ খুঁড়তে শুরু করেন। প্রতিবেশীরা বারণ করলেও কানে তোলেননি সেই কথা। নিজে সুড়ঙ্গ খুঁড়তে পারতেন না বলে শ্রমিকদের ভাড়া করে কাজে লাগাতেন। দরকারে অনেক বেশি পারিশ্রমিকও তুলে দিতেন সকলের হাতে। কয়েকদিন আগে ৫০০ মার্কিন ডলারও দেন পারিশ্রমিক হিসাবে। বারবার বাধা পেলেও থেমে থাকেননি জোয়াও। শেষ পর্যন্ত ভেবেছিলেন, একটা ডিনামাইট দিয়ে বিস্ফোরণ ঘটাবেন। কারণ বড় পাথর সরিয়ে ফেলতে পারলেই সোনা মিলবে–অগাধ বিশ্বাস ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত আর স্বপ্ন সত্যি হল না। নিজের খোঁড়া গর্তে পড়ে গিয়েই মৃত্যু হল তাঁর। ময়নাতদন্তে জানা গেছে, ১৩০ ফুট নীচে পড়ে গিয়ে মাথা ফেটে গিয়েছিল তাঁর। ভেঙেছিল হাত–পা। প্রতিবেশীরা তাঁকে পড়ে যেতে দেখলেও উদ্ধার করতে পারেননি। 
  • Link to this news (আজকাল)