• আইপিএলে রান না পেলেও বিরাট, রোহিতকে টি-২০ বিশ্বকাপে চান সানি...
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি এবং রোহিত শর্মার টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরে ধোঁয়াশা অব্যাহত। তবে দুই তারকার আফগানিস্তান সিরিজে সুযোগ পাওয়ার থেকেই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ২০২২ বিশ্বকাপের পর আজ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নামবেন রোহিত। দুই তারকার পারফরম্যান্সের ওপর অনেকটাই নির্ভর করবে বিশ্বকাপে সুযোগ পাওয়ার বিষয়টি। গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আইপিএলও। তবে সুনীল গাভাসকর মনে করেন, ক্যাশ রিচ লিগে দুই তারকার পারফরম্যান্স আহামরি না হলেও, তাঁদের বিশ্বকাপের দলে রাখা উচিত। দাবি, দু"জনের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে। এই প্রসঙ্গে গাভাসকর বলেন, "আইপিএলের ফর্ম গুরুত্বপুর্ণ। কারণ তারপরই বিশ্বকাপ শুরু হবে। আফগানিস্তান সিরিজ জানুয়ারিতে। বিশ্বকাপ জুনে। মার্চ, এপ্রিল, মে-তে যারা ফর্মে থাকবে, তাঁদের অগ্রাধিকার পাওয়া উচিত। সেই পারফরম্যান্স গুরুত্বপুর্ণ। তার পাশাপাশি এও বলব, বিরাট এবং রোহিতের আইপিএল যদি আহামরি নাও হয়, তাহলেও ওদের দলে রাখা উচিত। যদি ১৪ ম্যাচের মধ্যে ৫ ম্যাচেও ওরা রান পায়, তাহলে ওদের অভিজ্ঞতার কথা মাথায় রেখে বিশ্বকাপের দলে রাখা উচিত। সব ম্যাচে খেলানো না গেলেও দলে থাকতেই পারে। ওদের ডাগআউটে থাকাই বাকিদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।" ব্যক্তিগত কারণে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ তে নেই বিরাট। ১৪ মাস পরে দেশের জার্সিতে টি-২০ খেলবেন রোহিত। আজ তাঁর সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়েসওয়াল।‌
  • Link to this news (আজকাল)