• শরীরে নেই গরম পোশাক, বিহারের স্কুলে ঠান্ডায় মৃত্যু ১০ বছরের পড়ুয়ার ...
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বঙ্গে এখনও সেভাবে জাঁকিয়ে শীত না পড়লেও, দেশের নানা প্রান্তের মানুষজন একপ্রকার কাবু শীতের কামড়ে। তার মাঝেই উঠে এল এক মর্মান্তিক দৃশ্য। গায়ে নেই গরম পোশাক, প্রচন্ড ঠান্ডায় মৃত্যু হল ১০ বছরের পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে বিহারে। জেলা শিক্ষা আধিকারিক জানিয়েছেন, ওই পড়ুয়া গরম পোশাক না পরে, খাবার না খেয়েই স্কুলে এসেছিল। প্রার্থনায় সময় সে অজ্ঞান হয়ে যায়। মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। গত কয়েকদিন ধরে তীব্র শৈত্য প্রবাহ বইছে বিহার জুড়ে। বুধবার বিহারের চম্পারন জেলার চকিয়ার আদর্শ সরকারি মাধ্যমিক স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, মনীশ কুমার নামের ষষ্ঠ শ্রেণির ওই পড়ুয়া প্রার্থনার সময় আচমকা অসুস্থ হয়ে পড়ে। মনীশের দাদা চন্দন কুমার জানায়, অন্যান্য দিনের মতোই বুধবার মনীশ সকাল বেলা স্কুলে গিয়েছিল। কিছুক্ষণ পরেই স্কুল থেকে ফোন আসে পরিবারের কাছে। স্কুলের পক্ষ থেকে জানানো হয় মনীশ অসুস্থ, হাসপাতালে ভর্তি। পরিবারের লোকজন হাসপাতালে গেলে জানানো হয়, মৃত্যু হয়েছে মনীশের। কিন্তু কী হয়েছিল ঠিক? পুলিশ জানিয়েছে খবর পেয়েই তারা সেখানে পৌঁছয়। পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে জেলা শিক্ষা আধিকারিক জানিয়েছেন, পড়ূয়ার পরিবারের লোকজন তাকে মারধর করেছিল বলে জানা গিয়েছে। সেই কারণেই সে খাবার না খেয়ে, গরম পোশাক না পরেই স্কুলে যায়। পুলিশ তদন্ত চালাচ্ছে।
  • Link to this news (আজকাল)