• রাম মন্দির উদ্বোধনে থাকবেন না পুরীর শঙ্করাচার্য
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  পুরীর শঙ্করাচার্য উপস্থিত থাকবেন না রাম মন্দির উদ্বোধনে। তিনি এই অনুষ্ঠানে যোগদান করার আমন্ত্রণ প্রত্যাখান করেছেন।স্বামী নিশ্চলানন্দ সরস্বতী জানিয়েছেন, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই রাম মন্দিরের উদ্বোধন করবেন, সেটাই এক্ষেত্রে একটা ফ্যাক্টর। সনাতন হিন্দুধর্মের শীর্ষ ধর্মগুরুরা মনে করছেন, মোদিই থাকবে অনুষ্ঠানের একেবারে প্রথম সারিতে। এর ফলে সনাতন শাস্ত্রের দিকটি অবহেলিত হবে। পাশাপাশি খুব তাড়াহুড়ো করে এই মন্দির উদ্বোধন হচ্ছে। মন্দির পুরোপুরি তৈরি না করেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা শাস্ত্রবিরুদ্ধ। স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর আরও দাবি, মোদি সরকারের এই প্রচেষ্টা আসলে কোনও পবিত্র মন্দির নয়, এক সমাধিকে ঘিরে। এখানে রাজনীতির প্রবেশ ঘটেছে। তাই তিনি এর থেকে দূরে থাকবেন। প্রসঙ্গত, ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান। রামলালার প্রাণপ্রতিষ্ঠার সাক্ষী হিসেবে সারা দেশ থেকে উপস্থিত থাকবেন বহু সাধু-সন্ত। কিন্তু সেই উদ্বোধনে থাকবেন না চার শংকরাচার্য। কংগ্রেস ইতিমধ্যেই এই অনুষ্ঠানে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছে। যা নিয়ে বিজেপি কংগ্রেসকে রাবনের সঙ্গে তুলনা করেছে।   
  • Link to this news (আজকাল)