• ২২ জানুয়ারি অযোধ্যায় ১০০ টি চার্টার্ড বিমান নামবে: যোগী ...
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে ঘিরে উৎসবের আমেজ উত্তরপ্রদেশে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানালেন, প্রাণ প্রতিষ্ঠার দিন ১০০ টি চার্টার্ড বিমান অবতরণ করবে অযোধ্যা বিমানবন্দরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে যোগী বলেন, উত্তরপ্রদেশে বর্তমানে চারটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর রয়েছে। এরফলে বিভিন্ন স্থান থেকে উত্তরপ্রদেশ যাত্রা অনেক বেশি সহজ হবে। অযোধ্যা বিমানবন্দর বর্তমানে মহর্ষি বাল্মীকির নামে হয়েছে। ৩০ ডিসেম্বর নতুন এই বিমানবন্দরের উদ্বোধন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখানে প্রথম দফায় বছরে ১০ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। দ্বিতীয় দফায় সেই যাত্রীসংখ্যা ৬০ লক্ষে পৌঁছবে। বুধবার থেকেই এই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সিআইএসএফের জওয়ানরা। বিমানবন্দর থেকে শুরু করে রেলস্টেশন সর্বত্রই এখন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সঠিক পরিচয়পত্র না দেখালে বিশেষ স্থানগুলিতে বহিরাগতদের আনাগোনা বন্ধ করা হয়েছে।   
  • Link to this news (আজকাল)