• ‌অভিষেক ব্যানার্জির ‘‌পাশে’‌ দাঁড়ালেন অধীর!‌
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে ‘‌রাজনৈতিক পক্ষপাত এবং সংস্রবের’‌ অভিযোগ এনে বুধবার সুপ্রিম কোর্টে ‘‌স্পেশাল লিভ পিটিশন’‌ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জির ৭১ পাতার চিঠিতে গত কয়েক মাসে বিচারপতি গাঙ্গুলির যাবতীয় ‘‌মন্তব্য ও পর্যবেক্ষণ’‌ তুলে ধরে শীর্ষ আদালতের কাছে আবেদন করা হয়েছে আদালতের বাইরে বিচারপতি গাঙ্গুলি যাতে এমন মন্তব্য করা থেকে বিরত থাকেন, সেদিকে নজর দেওয়া হোক। পাশাপাশি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলা বিচারপতি গাঙ্গুলির বেঞ্চ থেকে সরিয়ে অন্য বেঞ্চে পাঠানো এবং বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আবেদনও করেছেন অভিষেক ব্যানার্জি। এর পাশাপাশি ‘‌আপত্তিকর মন্তব্য’‌ থেকে বিরত থাকার জন্য দুই বিচারপতিকে নির্দেশ দেওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই পরিস্থিতিতে অভিষেক ব্যানার্জিকে পরোক্ষে ‘‌সমর্থন’‌ জানিয়ে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি বলেন ‘‌মাঝে মাঝে বিচারপতিরা টিভিতে যে ধরনের মন্তব্য করেন তা থেকে তাদের বিরত থাকা উচিত বলে মনে করি।’‌ এরপরই তিনি যোগ করেন, ‘‌আগে এত কথা বলা বিচারপতি দেখিনি। কিছু বিচারপতি বেশি কথা বলছেন বলে মনে হয়। তবে এটা একান্তই নিরপেক্ষ মন্তব্য। বিচারপতিরা কোর্টের মধ্যে কথা বলবেন। বিচারপতিদের কোর্টের বাইরে কম কথা বলা বাঞ্চনীয় বলে মনে করি।’‌ 
  • Link to this news (আজকাল)