• ‌বালি বোঝাই ট্রাক্টরের সঙ্গে গাড়ির সংঘর্ষ, আহত ছয় বাঙালি পর্যটক সহ সাত ...
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স:‌ রাস্তার উপর দাঁড়িয়ে থাকা বালি বোঝাই ট্রাক্টরের সঙ্গে পর্যটক বোঝাই গাড়ির সংঘর্ষে গুরুতর আহত ছয় পর্যটক সহ সাত জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে মেটেলি ব্লকের বাতাবাড়ির দিঘির পাড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, উত্তর ধূপঝোড়ার একটি রিসর্টে থাকা ছয় জন পর্যটককে নিয়ে একটি জিপসি গাড়ি ভোর ৫টা ৪৫ নাগাদ জঙ্গল সাফারির উদ্দেশে লাটাগুড়ির দিকে যাচ্ছিল। তখনই দিঘির পাড় এলাকায় জাতীয় সড়কের উপর একটি বালি বোঝাই ট্যাক্টর দাঁড়িয়ে বালি আনলোড করছিল। ঘন কুয়াশায় কারণে পর্যটক বোঝাই গাড়ির চালক ট্রাক্টরটি দেখতে পাননি। আচমকাই পর্যটক বোঝাই গাড়িটি ট্যাক্টরটিকে ধাক্কা মারে। আহত হন ছয় পর্যটক ও গাড়ি চালক। আহতদের উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আহতদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত পর্যটকদের বাড়ি মেদিনীপুর জেলার তমলুকে। আহতদের মধ্যে আছেন প্রদীপ কুমার দে (৩২), বুদ্ধদীপ্ত ঘোষ (২৯), শুভদীপ গাঙ্গুলি (৩২), রাতুল সাহা (২৮) তাপস বিশ্বাস (৪৪), জয়দেব দেবনাথ (৪০) এবং গাড়ি চালক বিপ্লব রায় (২৩)। আহতদের মধ্যে প্রদীপ কুমার দে এবং বুদ্ধিদীপ্ত ঘোষ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ৫ জন মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার জেরে পর্যটক বোঝাই গাড়িটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে লাটাগুড়ি রিসর্ট মালিকদের সংগঠন ‘‌গরুমারা টুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’‌ এর সদস্যরা ঘটনাস্থলে আসেন। 
  • Link to this news (আজকাল)