• ধীরে ধীরে পারদ পতন, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে কনকনে ঠান্ডার আমেজ ...
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলায় ফিরল শীতের আমেজ। আগামী সাতদিন জেলায় জেলায় ভরপুর শীতের আমেজ বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তারপর তিনদিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি জায়গায় ঘন কুয়াশার দাপট থাকবে। তার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। ১৭ জানুয়ারি পর্যন্ত কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের উঁচু এলাকায় আপাতত তুষারপাতের পূর্বাভাস নেই। তবে জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট বাড়বে। যার জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছে।
  • Link to this news (আজকাল)