• কোভিড-১৯ সংক্রমণ এখনও চিন্তার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: করোনা এখনও যতেষ্ট উদ্বেগের, তেমনটাই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে করোনা সংক্রমণে প্রায় ১০ হাজার লোক মারা গিয়েছেন। এর প্রেক্ষিতে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, কোভিড এখনও বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত। সংস্থাটি বলেছে, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যে দেখা গেছে গতমাসে করোনা সংক্রমণ বেড়েছে। বিশেষ করে ক্রিসমাসের সময়ে বড়ো জমায়েতের কারণে বিশ্বব্যাপী করোনার জেন-১ সংক্রমণ বেড়ে গেছে।  সংস্থার প্রধান টেডরস গেব্রিয়াসিস আধাণম বলেছেন, কোভিড এখন আর বৈশ্বিক জরুরি স্বাস্থ্যের বিষয় না থাকলেও এটি এখনও ছড়াচ্ছে। বিভিন্ন ভ্যারিয়েন্টে পরিবর্তিত হচ্ছে এবং মানুষও মারা যাচ্ছে তাতে। নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বিশ্বে ১০ হাজার লোকের মৃত্যু ছাড়াও করোনায় আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ৪২ শতাংশ এবং জরুরি সেবা ইউনিটে ভর্তি বেড়েছে ৬২ শতাংশ।  টেডরস আরও বলেন, এসব তথ্য মূলত ইউরোপ ও আমেরিকার ৫০টি দেশের। কিন্তু, নিশ্চিতভাবে অন্যান্য দেশেও এসব সংখ্যা বেড়েছে যার তথ্য এখানে আসেনি। সংস্থার প্রধান আরও বলেন, মহামারির সর্বোচ্চ চূড়ার তুলনায় ১০ হাজার লোকের মৃত্যুর সংখ্যাটি অনেক কম। কিন্তু প্রতিরোধযোগ্য এই মৃত্যুর সংখ্যা গ্রহণযোগ্য নয়। তিনি এখনও সকলকে মাস্ক পরার এবং সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন।
  • Link to this news (আজকাল)