• বিশ্বকাপে না খেলার যন্ত্রণা এখনও ভুলতে পারেননি লয়েড
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী: বয়স আশি ছুঁইছুঁই। কিন্তু দেখে বোঝা দায়! এখনও ফিট। কথাবার্তা ঝরঝরে। ধূসর রঙের স্যুট এবং কালো ফ্রেমের চশমায় ৬ ফিট ৩ ইঞ্চির চেহারা আজকালের অফিসে প্রবেশ করা মাত্র যেন জ্যোতি ঠিকরে বেরোল। দু"বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক। একসময় দাপটের সঙ্গে বিশ্বক্রিকেট শাসন করেছেন। লয়েডের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামার আগে কম্পন ধরে যেত বাকি দলগুলোর। কিন্তু বর্তমানের ওয়েস্ট ইন্ডিজ দল পাতে দেওয়ার যোগ্য নয়। ভিভ রিচার্ডস, ব্রায়ান লারারা একসময় যে দলে খেলেছে, তাঁদের এই হাল খুবই দুঃখজনক। কোনও ধারাবাহিকতা নেই। দু"বার টি -২০ বিশ্বকাপ জিতলেও, একদিনের ক্রিকেটে এবং টেস্টে ডাহা ফ্লপ। কেন এই হাল ওয়েস্ট ইন্ডিজের? এর জন্য ক্যারিবিয়ান বোর্ড কতটা দায়ী? ক্লাইভ লয়েড বলেন, "ওয়েস্ট ইন্ডিজে প্রতিভাবান ক্রিকেটার নেই, এমন নয়। দলে তরুণ প্রতিভা আছে। তবে মানসিকতায় সমস্যা আছে। উইকেটে টিকে থাকতে পারে না। বড় ইনিংস খেলার ধৈর্য নেই। অতিরিক্ত টি-২০ ক্রিকেট খেলার প্রভাব পড়ছে ক্রিকেটারদের মধ্যে। তাই সার্বিকভাবে মান উন্নয়ন হচ্ছে না। ক্রিকেটকে আরও গুরুত্ব দিতে হবে। ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে এবং চারদিনের ক্রিকেটে ফোকাস করতে হবে। তাহলে ক্রিকেটারদের মানসিকতায় বদল আসবে। পাশাপাশি বোর্ডকেও আরও সক্রিয় হতে হবে।" যে দেশে এত ক্রিকেট ঐতিহ্য, তাঁরাই ২০২৩ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এই বিষয়টি এখনও লয়েডের জন্য বেদনাদায়ক। এই প্রসঙ্গে কিংবদন্তি বলেন, "বিশ্বকাপের যোগ্যতাঅর্জন করতে না পারা এখনও ভাবতে পারি না। খুবই বেদনাদায়ক। সবাইকে মনে রাখতে হবে ওয়েস্ট ইন্ডিজ ছ"টা আইসিসি ট্রফি জিতেছে। তারমধ্যে চারটে বিশ্বকাপ রয়েছে। ক্রিকেটারদের সেটা মনে রাখতে হবে। ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।" পরের বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপ। এটা দেশের ক্রিকেটের উন্নতিতে অন্তত কিছুটা সাহায্য করবে বলে মনে করেন কিংবদন্তি। তবে ঘরের মাঠে কতদূর এগোবে ক্যারিবিয়নরা? খুব বেশি আশাবাদী দেখাল না দু"বারের বিশ্বকাপজয়ী অধিনায়ককে। লয়েড বলেন, "আগে সুপার এইটে কোয়ালিয়াই করুক।" 
  • Link to this news (আজকাল)