• অতিরিক্ত টি-২০ ক্রিকেটই অধঃপতনের কারণ, মনে করছেন লয়েড
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • প্রীতি সাহা: ২০১৬ সালের পর ফের কলকাতায় এলেন কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড। বুধবারই কলকাতা বিমানবন্দরে পা রাখেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক। কলকাতা সফর নিয়ে তাঁর মধ্যে যে উন্মাদনা রয়েছে, তা সরাসরি আজকাল ডট ইন-কে এক্সক্লুসিভ ইন্টারভিউতে জানালেন তিনি। বৃহস্পতিবার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে আসেন দু"বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক লয়েড। কিংবদন্তি খেলোয়াড়কে অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। আট বছর পর কলকাতায় এসে কেমন লাগছে?উত্তর- অভূতপূর্ব অনুভূতি। ক্রীড়াক্ষেত্রের অন্যতম ভরকেন্দ্র কলকাতা। ফুটবলের এই শহরের পরিচিতি সর্বজনীন। এই শহরে এসে অনেক ভালবাসা পেয়েছি। আমাকে একবার দেখার জন্য এই শহরের উন্মাদনা ভোলার নয়। কানায় কানায় পূর্ণ ছিল স্টেডিয়াম। স্টেডিয়াম থেকে বেরিয়ে হোটেলে যাওয়ার সময় রাস্তার ধারে প্রায় ৪০ হাজার মানুষকে অপেক্ষা করতে দেখেছি। সেই অনুভূতি ভোলার নয়। শহর কলকাতার সংস্কৃতি আপনাকে কতটা আনন্দ দেয়?উত্তর- আমি কলকাতার খাবার খুবই পছন্দ করি। কিন্তু এখন অতটাও খেতে পারি না। একসময় বিশ্বক্রিকেটে দাপিয়ে বেড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই দলই এবারের ২০২৩ সালের বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। এই ব্যর্থতার কারণ কী?উত্তর- টি-২০ ফরম্যাটের প্রভাব পড়ছে দলে। টেস্ট ক্রিকেটের থেকে এখন টি-২০ ফরম্যাটেই বেশি ঝুঁকছেন তরুণ প্রজন্মের ক্রিকেটাররা। তাছাড়াও ভারতের মতো তিন ফরম্যাটের সাবলীল দল তৈরি করতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ।  তাহলে কি এইসব কিছুর জন্য দায়ী আইপিএল, বিবিএল-এর মতো টুর্নামেন্ট?উত্তর- তা অবশ্যই নয়। তবে আইপিএলের মতো টুর্নামেন্টগুলি মোটা টাকা অফার করছে ক্রিকেটারদের।ভারতের বিরুদ্ধে ৮৩-এর বিশ্বকাপ হেরে যাওয়ার আক্ষেপ রয়েছে এখনও?উত্তর- না, একদমই না। ভারত সেদিন ভালো খেলেছিল। আমরা খেলতে পারিনি। ১৯৭৫ এবং ১৯৭৯-এর বিশ্বকাপ লয়েডের নেতৃত্বেই জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৮৩-তে লয়েডের তিনবার বিশ্বকাপ জয়ের রেকর্ডে বাধা হয়ে দাঁড়ায় কপিল দেবের নেতৃতাধীন ইন্ডিয়ান ব্রিগেড। তারপরেও ভারতের সঙ্গে নিবিড় সম্পর্ক লয়েডের। ভালবাসার টানে এই কিংবদন্তি ক্রিকেটার ফিরে ফিরে এলেন কলকাতায়।
  • Link to this news (আজকাল)