• গ্রেপ্তারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিশীথ
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য,দিল্লি: গ্রেপ্তারি ঠেকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। সেই মামলায় গ্রেপ্তারি এড়াতে শীর্ষ আদালতে আবেদন করেন নিশীথ প্রামাণিক। তাঁর আবেদনের প্রেক্ষিতে রাজ্য সরকারের থেকে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার এই মামলার শুনানি। গত সপ্তাহে তাঁর আবেদনের শুনানি স্থগিত করে দেয় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং পঙ্কজ মিথল জানিয়েছেন, ১২ জানুয়ারি শুক্রবার এই মামলার শুনানি হবে। নিশীথ প্রামাণিকের আইনজীবী পিএস পাটোয়ালিয়া এদিন শীর্ষ আদালতের থেকে সুরক্ষার আবেদন জানান। যদিও বিচারপতি বেলা ত্রিবেদী জিজ্ঞেস করেন, "এতদিন যখন গ্রেপ্তার হননি, তবে এখন কেন গ্রেপ্তারের আশঙ্কা করছেন?" আইনজীবী পাল্টা জানান, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এই মূহুর্তে গোলমেলে, বিশেষ করে তিনি তৃণমূল থেকে দল বদল করে বিজেপিতে যোগদান করেছেন। পাটোয়ালিয়া আরও বলেন, একজন রাষ্ট্রমন্ত্রী এবং প্রকৃত পক্ষেই তিনি অস্বস্তিকর কিছুর আশঙ্কা করছেন। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের আবহে কোচবিহারে দুজন গুলিবিদ্ধ হন। নিশীথ প্রামাণিকের নির্দেশেই গুলি চালানো হয় বলে অভিযোগ। ফলে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে আহতদের পরিবার। সেই মামলাতেই গ্রেপ্তারি এড়াতে শীর্ষ আদালতের দ্বারস্থ হন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী।
  • Link to this news (আজকাল)