• আর্থিক তছরুপের অভিযোগে ফারুক আবদুল্লাহকে ইডির তলব
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে আর্থিক তছরূপের অভিযোগে জিজ্ঞাসবাদের জন্য ইডি, ন্যাশানল কনফারেন্সের দলের সভাপতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে তলব করেছে। শ্রীনগরে ইডি দপ্তরে তাকে হাজির হতে বলা হয়েছে। এই মামলায় ২০২২ সালে ইডি, তার বিরুদ্ধে চার্জশিট পেশ করে। ক্রিকেট অ্যাসোসিয়েশনের টাকা আত্মসাৎ করে বিভিন্ন পদাধিকারী সহ বেশকিছু ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা পাঠানো হয়েছিল বলে অভিযোগ। সিবিআইয়ের পেশ করা চার্জশিটের ভিত্তিতে ইডি অর্থ তছরূপের তদন্ত শুরু করে। নিজের সভাপতি পদের অপব্যবহার করে বিসিসিআই-এর অর্থ তছরূপের জন্য ক্রীড়া সংস্থায় তিনি নিয়োগ করেছিলেন বলে আবদুল্লাহর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। ২০০১ থেকে ১২ সাল পর্যন্ত আবদুল্লাহ এই পদে বহাল ছিলেন।
  • Link to this news (আজকাল)