• বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার...
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলা ভাষার স্বীকৃতি নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নবান্নের সভাঘরে এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। এবিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন‌। মমতা বলেন, "বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে আড়াই হাজার বছর ধরে। আমরা সেইসব গবেষণাপত্র বের করেছি। এবিষয়ে সমস্ত তথ্যপ্রমাণ দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি।" আগের বাম জমানাকে ঠুকে মমতা বলেন, "আগে যারা ক্ষমতায় ছিল তারা বাংলা ভাষার স্বীকৃতি নিয়ে ভাবেনি।" এর পাশাপাশি এদিন রাজ্যের নাম বদলের দাবি নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের নাম পাল্টে শুধু বাংলা করার দাবিতে বহুদিন ধরেই তিনি চেষ্টা করে যাচ্ছেন। এবিষয়ে তিনি বলেন, "রাজ্যের নাম নিয়ে বিধানসভায় বিল পাস হয়েছে। তাও আটকে আছে! কী অপরাধ আমাদের?"  তাঁর প্রশ্ন, অন্য রাজ্য স্বীকৃতি পেলে বাংলা কেন পাবে না? বম্বে থেকে মুম্বাই হয়েছে। কেন আমাদের হবে না? এদিনও গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে সরব হয়েছেন মমতা। সেইসঙ্গে জানিয়েছেন, রাজ্যের তীর্থস্থানগুলির উন্নয়নে রাজ্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে। এবিষয়ে বিভিন্ন স্থানের উদাহরণ দিয়ে মমতা বলেন, রাজ্যের তীর্থস্থানগুলির উন্নয়নে রাজ্য সরকার ৭০০ কোটি টাকা খরচ করেছে।  এর পাশাপাশি করোনা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে এবিষয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে প্রস্তুত থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। সকলকে পরামর্শ দিয়েছেন মাস্ক পরতে। শেখ শাহজাহানকে নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে, তিনি সাফ জানান, তদন্তাধীন বিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না।
  • Link to this news (আজকাল)