• তৈরি হল উন্নতমানের বৈদ্যুতিক ফেরি ''ঢেউ"
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের জন্য গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এবং ইঞ্জিনিয়ার্স তৈরি করল আন্তর্জাতিক মানের বৈদ্যুতিক ফেরী। পশ্চিমবঙ্গ সরকারের ডিজেল চালিত ফেরির পরিবর্তে এই বৈদ্যুতিক ফেরি তৈরি করেছে গার্ডেনরিচ। সোলার পাওয়ার এবং ব্যাটারির মাধ্যমে গঙ্গায় ভ্রমণ করতে পারবে এই ফেরি। আন্তর্জাতিক মানের বৈদ্যুতিক ফেরির নাম দেওয়া হয়েছে "ঢেউ"। ২৪ মিটার লম্বা ২৪৬ কিলোওয়াট পাওয়ার যুক্ত এই ফেরি। শীততাপ নিয়ন্ত্রিত কামরায় ১৫০ জন যাত্রী নিতে সক্ষম "ঢেউ"। উন্নতমানের স্ক্রিউ প্রপেলার লাগানো রয়েছে এতে যা গতি বাড়াতে সাহায্য করবে। গার্ডেনরিচের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন উন্নতমানের এই ভেসেল আগামীতে গেমচেঞ্জার হয়ে উঠবে।
  • Link to this news (আজকাল)