• এখনই পুলিশি পদক্ষেপ নয়, সন্দেশখালি কাণ্ডে স্বস্তিতে ইডি
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালি কাণ্ডে আপাতত স্বস্তিতে ইডি। মামলার পরবর্তী শুনানি পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেত পারবে না পুলিশ। বৃহস্পতিবার সেই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই মামলার পরবর্তী শুনানি সোমবার। সন্দেশখালির ঘটনা নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার সূত্রপাত ৫ জানুয়ারি। রেশন বন্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। আক্রান্ত হয় সংবাদমাধ্যম। জখম ইডি আধিকারিকদের হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে এই ঘটনার পরে, উল্টে ইডির বিরুদ্ধেই দায়ের হয় এফআইআর। এফআইআর খারিজের দাবি জানিয়েও পাল্টা মামলা দায়ের করা হয়েছে ইডির পক্ষ থেকে। অন্যদিকে সন্দেশখালি কাণ্ডে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।  রাজ্য বিজেপির তরফে হাইকোর্টে মামলাও দায়ের করা হয়েছে। অন্যদিকে ঘটনার পর বেহস কয়েকদিন পেরিয়ে গেলেও, এখনও খোঁজ নেই শাহজাহানের।
  • Link to this news (আজকাল)