• ৭ হাজার জনকে চাকরি দেবে রাজ্য সরকার, কোন কোন দফতরে?
    আজ তক | ১২ জানুয়ারি ২০২৪
  • রাজ্যের একাধিক শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। সূত্রের খবর, রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির শূন্যপদে শীঘ্রই নিয়োগ হবে। আজ, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার আগের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে ১ হাজার জনকে নিয়োগ করা হবে। এদিন পঞ্চায়েতে নতুন নিয়োগের প্রস্তাবে সায় দিল রাজ্য মন্ত্রিসভা।

    গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে দুটি স্তরে মোট ৭ হাজার ২১৬ জনকে নিয়োগ করা হবে। সূত্রে খবর, গ্রাম পঞ্চায়েতে মোট ৬,৬৫২ জনকে নিয়োগ করা হবে। আর পঞ্চায়েত সমিতিতে শূন্যপদের সংখ্যা ৫৬৪। অর্থাৎ সবমিলিয়ে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদকে মোট ৭,২১৬ জনকে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। নবান্নের তরফে শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 

    মন্ত্রী মানস ভুঁইয়া সংবাদমাধ্যমকে জানান, এদিন ক্যাবিনেট বৈঠকে রাজ্যের গ্রাম পঞ্চায়েত স্তরের শূন্যপদে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরে শূন্যপদের সংখ্যা ৬ হাজার ৬৫২টি এবং ৫৬৪টি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে। 

    নবান্ন সূত্রে বলা হচ্ছে, এরই পাশাপাশি রাজ্য পুলিশে খুব শিগগির ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। যার বিজ্ঞপ্তিও প্রকাশিত হবে। এদিনের বৈঠক শেষে শশী পাঁজা জানান, মেটিয়াবুরুজে একটা বড় টেক্সটাইল হাব তৈরি করা হচ্ছে। এছাড়াও হাওড়ার জগদীশপুরে (এম‌এস‌এম‌ই আওতাধীন) ৩.৬ একর জায়গা জুড়ে নতুন হোসিয়ারি পার্ক গঠন করা হচ্ছে। এখানে নতুন ১৫টি শিল্প সংস্থা আসবে। অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রায় ১০ একর জায়গার ওপর একটি সিমেন্ট কারখানা তৈরি হচ্ছে।

     
  • Link to this news (আজ তক)