• অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না চার জন শঙ্করাচার্য
    দৈনিক স্টেটসম্যান | ১২ জানুয়ারি ২০২৪
  • দেরাদুন, ১১ জানুয়ারি  ? অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না চার জন শঙ্করাচার্য। ২২ জানুয়ারি অযোধ্যায় যা রাম মন্দির উদ্বোধন হতে চলেছে,  সেটি এখনও অসম্পূর্ণ। এমন অসম্পূর্ন মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা বা বিগ্রহের অধিষ্ঠান সনাতন ধর্ম বিরুদ্ধ বলে মনে করেন উত্তরাখণ্ডের জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। বৃহস্পতিবার তিনি ঘোষণা করেন, চারজন শঙ্করাচার্য ২২ তারিখের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

    উত্তরাখণ্ডের জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জানান, অযোধ্যায় যেভাবে তড়িঘড়ি মন্দির চালু করা হচ্ছে, সনাতন ধর্ম তা অনুমোদন করে না। তিনি বলেন, ‘মন্দির উদ্বোধন অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেওয়ায় আমাদের হয়তো নরেন্দ্র মোদির বিরোধী বলে চিহ্নিত করা হবে। আসলে আমরা ধর্মের বিধানের বিপরীত কোনও পদক্ষেপের পক্ষে দাঁড়াতে পারি না। অযোধ্যায় মন্দির নির্মাণের কাজ এখনও শেষ হয়নি।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)