• ‌ হাফিজ সইদের সহযোগী ভুট্টাভির মৃত্যু হয়েছে গতবছরই, নিশ্চিত করল রাষ্ট্রপুঞ্জ ...
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের সহযোগী হাফিজ আবদুল সালাম ভুট্টাভি মৃত। মুম্বই হামলার পিছনে তারও বড় হাত ছিল। বিবৃতিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ জানিয়েছে, লস্কর–ই–তৈবা জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য হাফিজ আবদুল সালাম ভুট্টাভির মৃত্যু হয়েছে। সে হাফিজ সইদের ডেপুটি ছিল সে। মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারীদের অন্যতম। নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ২০২৩ সালের মে মাসেই তার মৃত্যু হয়েছে। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, ভুট্টাভির মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট। মৃত্যুর সময় সে পাক সরকারের হেফাজতে ছিল বলে জানানো হয়েছে। রাষ্ট্রপুঞ্জ এটাও জানিয়েছে, হাফিজ সইদের অনুপস্থিতিতে লস্করের প্রতিদিনের কার্যক্রম দেখাশোনা করত ভুট্টাভি। তার আগে, ২০০২ সালের মাঝামাঝি লাহোরে লস্করের সাংগঠনিক ঘাঁটি স্থাপনের দায়িত্বে ছিল ভুট্টাভি। লস্কর–ই–তৈবার সঙ্গে আল–কায়দাকে যুক্ত করার প্রয়াসও চালিয়েছিল সে। 
  • Link to this news (আজকাল)