• সাতসকালে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি ইডির
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুজিত বসুর বাড়িতে ইডির হানা। শুক্রবার সাতসকালে দমকলমন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। সকাল ৭টা নাগাদ লেকটাউনের দুটি বাড়িতে আচমকা হাজির হন ইডির আধিকারিকরা। মন্ত্রীর বাড়ি বাইরে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সুজিত বসু ছাড়াও উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতেও হাজির ইডির আধিকারিকরা। উল্লেখ্য, প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৬ সাল থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের আরও একাধিক পুরসভায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি ও সিবিআই। নজরে রয়েছে দক্ষিণ দমদম পুরসভাও। ২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভার উপ পুরপ্রধান ছিলেন সুজিত বসু। গত বছর আগস্টে সিবিআই তাঁকে তলব করেছিল।
  • Link to this news (আজকাল)