• রাহুলের ভারত জোড়ো যাত্রার পুস্তিকা প্রকাশ, যাত্রায় সামিল হওয়া যাবে মিসড কলেই...
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার ঢেউ তুলতে এবার একটি "বুকলেট" প্রকাশ করল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্য কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবন-এ এই পুস্তিকা প্রকাশ করেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য এবং এআইসিসি কমিউনিকেশন চেয়ারপার্সন অতুল লন্ধে পাটিল এবং আইসিসির আরেক সদস্য অংশুমান সাহিল। ছিলেন রাজ্য কংগ্রেসের সহ সভাপতি দীপ্তিমান ঘোষ, রাজ্য কংগ্রেসের মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, রাজ্য কংগ্রেসের সংস্কৃতি বিভাগের চেয়ারপার্সন লিপিকা ঘোষ এবং মহিলা কংগ্রেসের আরেক নেত্রী সুষ্মিতা বিশ্বাস। একইসঙ্গে নির্বাচনের দিকে তাকিয়ে জনসংযোগ গড়ে তুলতে ৯৮৯১৮০২০২৪ একটি ফোন নম্বরও প্রকাশ করল কংগ্রেস। নম্বরটি সম্পর্কে জানাতে গিয়ে অতুল লন্ধে পাতিল বলেন, "ন্যায় যাত্রার সঙ্গী হতে এই নম্বরে মিসড কল দিতে সকলকে আহ্বান জানানো হচ্ছে।" একদিকে যেমন এদিন নরেন্দ্র মোদি ও বিজেপির সমালোচনায় মুখর হন কংগ্রেস নেতারা পাশাপাশি গত বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে "দিদি ও দিদি" বলে সম্বোধন করেছিলেন সেই বিষয়টিরও সমালোচনা করেন অতুল। রাজ্য কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় জানিয়েছেন, "গোটা দেশেই আজ একসঙ্গে এই বুকলেট এবং ফোন নম্বর প্রকাশ করা হল।" এদিন কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৪ জানুয়ারি মণিপুর থেকে "ভারত জোড়ো ন্যায় যাত্রা"র সূচনা করবেন রাহুল। মুম্বাইতে এই যাত্রা শেষ হবে ২০ মার্চ। দেশের ১৫টি রাজ্যের ১১০টি জেলায় ৬৬ দিন ধরে চলবে এই যাত্রা। যাত্রাপথে অতিক্রম করা হবে ৬৭১৩ কিলোমিটার। একদিকে যেমন "আইএনডিআইএ" বা ইন্ডিয়া জোট গড়ে দেশে বিজেপি বিরোধী দলগুলি লোকসভা নির্বাচনের আগে এক ছাতার তলায় আসতে চাইছে সেখানে এরাজ্যে পারস্পরিক সমালোচনায় মুখর হয়ে আছেন তৃণমূল এবং কংগ্রেস নেতৃত্ব। এদিন এই প্রসঙ্গে অতুল বলেন, স্থানীয় স্তরে পরিস্থিতি আলাদা হলেও দেশের অবস্থা ভালো নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অতুল এটাই বোঝাতে চেয়েছেন জোটের প্রশ্নে স্থানীয় স্তরের বিবাদকে গুরুত্ব দেবে না কংগ্রেস।
  • Link to this news (আজকাল)