• ব্রুনাইয়ের সুলতানের ছেলের বিয়ে, ১০ দিন ব্যাপী রাজকীয় উৎসব...
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্রনাইয়ের সুলতান হাসনাল বলকিয়াহর দশম সন্তান প্রিন্স আবদুল মতিন ইবনে হাসনাল বলকিয়াহর বিয়ে। এই উপলক্ষে ১০ দিন রাজকীয় উৎসবের ঘোষণা করা হয়েছে। ব্রুনাইয়ের রাজধানী সেরি বেগাওয়ানের বৃহত্তম মসজিদ ওমর আলি সাইফুদ্দিনে তাঁদের বিয়ে হয়। ওমর আলি সাইফুদ্দিন মসজিদটির গম্বুজ সোনার পাত দিয়ে মোড়ানো। ৩২ বছর বয়সী প্রিন্স আবদুল মতিন পোলো খেলোয়াড় হিসেবে বিখ্যাত। তাঁকে পিতা সুলতান হাসনাল বলকিয়াহর উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হয়। ইয়াং মুলিয়া আনিশা রোসনাহ নামের যে তরুণীর সঙ্গে প্রিন্সের বিয়ে হচ্ছে তিনি কোনও রাজপরিবারের সদস্য না হলেও ব্রুনাইয়ের অভিজাত গোষ্ঠীর প্রতিনিধি। তাঁর পিতামহ সুলতান হাসনাল বলকিয়াহর অন্যতম উপদেষ্টা। রাজপরিবার সূত্রে খবর, রাজপুত্রের বিয়ে উপলক্ষে আগামী রবিবার সেরি বেগাওয়ানে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া দেশজুড়ে আনন্দ শোভাযাত্রাও হবে। পরবর্তী রবিবার পর্যন্ত প্রিন্স আবদুল মতিনের বিয়ে উদযাপন করবেন ব্রুনাইয়ের বাসিন্দারা।১৯৮৪ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে ব্রুনাই। মাত্র ৫ হাজার ৭৫৬ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির সুলতান হাসনাল বলকিয়াহ একসময়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। এখনও তিনি পৃথিবীর সেরা ধনীদের মধ্যে অন্যতম। এছাড়া ব্রুনাইরে রাজপরিবার বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রাচীন রাজপরিবার। তবে ব্রুনাইয়ের সুলতানই যে কেবল ধনী এমন নয়। দেশ হিসেবেও ব্রুনাই বিশ্বের ধনী দেশগুলোর মধ্য অন্যতম। মাত্র ৪৫ লক্ষ মানুষের বাস এই দেশটি মাথাপিছু আয় প্রায় ৩৬ হাজার ডলার।
  • Link to this news (আজকাল)