• ‌ পাল্টা প্রত্যাঘাত, হুথি গোষ্ঠীকে শায়েস্তা করতে যৌথ হামলা শুরু আমেরিকা, ব্রিটেনের ...
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শুক্রবার ভোর রাত থেকে ইয়েমেনে হুথি গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ হামলা শুরু করেছে আমেরিকা ও ব্রিটেন। প্রসঙ্গত, গত বছরের শেষ থেকে লোহিত সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজে আক্রমণ করেছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য। এর প্রতিশোধ নিতেই আমেরিকা এবং ব্রিটেন ইয়েমেনে হুথি গোষ্ঠীর ঘাঁটিগুলিতে বিমান হামলা শুরু করেছে বলে জানিয়েছেন এক মার্কিন সামরিক কর্তা। আমেরিকা ও ব্রিটেন এক দিন আগেই এই হামলার ইঙ্গিত দিয়েছিল। ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর নগরী আল হুদাইদাহ থেকে প্রচণ্ড বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে।প্রসঙ্গত, গাজায় ইজরায়েলের হামলার পরেই হুথি গোষ্ঠী লোহিত সাগরে ইজরায়েলের সঙ্গে যুক্ত সমস্ত জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছিল। তারপর থেকে এই গুরুপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথে বহু জাহাজ অপহরণ করা হয়েছে। বহু জাহাজের উপর হামলা চালিয়েছে হুথিরা। তবে, এই জাহাজগুলির অনেকগুলির সঙ্গেই ইজরায়েলের কোনও স্পষ্ট যোগাযোগ ছিল না। এর পাল্টা দিতেই মার্কিন বাহিনীর নেতৃত্বে ইয়েমেনে বিমান হামলা শুরু হয়েছে। ২০১৬ সালের পর এই প্রথম ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে আমেরিকা হামলা চালাল। আমেরিকার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে হামলা চালাচ্ছে ব্রিটেনও। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা আরও কঠোর করা হবে।
  • Link to this news (আজকাল)