• শিবমের ইনিংসে সহজ জয়ে সিরিজ শুরু ভারতের
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে সিরিজ শুরু করল ভারত। তরুণ ব্রিগেডের দাক্ষিণ্যে আফগানদের ৬ উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে গেলেন রোহিতরা।‌ প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে আফগানিস্তান। জবাবে ১৭.৩ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। ৬০ রানে অপরাজিত শিবম দুবে। টি-২০ বিশ্বকাপের আগে শেষ সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ। তাই পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটে ম্যানেজমেন্ট। প্রথম টি-২০ তে বিরাট কোহলি না থাকায় ওয়ান ডাউনে নামানো হয় তিলক বর্মাকে। সুযোগ পান শিবম দুবে, জিতেশ শর্মারা। তিনজনেই রান পান। হার্দিক পাণ্ডিয়া চোট পেলে দুবের কথা ভাবা যেতেই পারে। তবে এই দলে কেন সঞ্জু স্যামসনের জায়গা হল না সেই নিয়ে একটা প্রশ্ন থেকেই গেল। টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। শুরুটা দারুণ করে আফগানরা। বিনা উইকেট হারিয়ে ৫০ রান যোগ করে। কিন্তু মাত্র ৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায়। ২৩ করে ফেরেন গুরবাজ। ২৫ রানে আউট হন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। আজমাতুল্লা ওমরজাই এবং মহম্মদ নবির কাঁধে ভর করে লড়াই করার মতো জায়গায় পৌঁছয় আফগানিস্তান। ২৯ করেন ওমরজাই। ২৭ বলে ৪২ করেন নবি। ইনিংসে ছিল ৩টি ছয়, ২টি চার। গুরুত্বপূর্ণ রান যোগ করেন আফগান অলরাউন্ডার। নির্ধারিত ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৮ রানে শেষ করে আফগানিস্তান। বল হাতে সফল মুকেশ কুমার। জোড়া উইকেট নেন বাংলার পেসার। দুটো উইকেট পান অক্ষর প্যাটেলও। রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন রোহিত। শুভমনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে শূন্যতে রান আউট হন ভারত অধিনায়ক। প্রচণ্ড চটে গিয়ে মাঠেই গিলের ওপর ক্ষোভ উগড়ে দেন রোহিত। বেশিক্ষণ টিকতে পারেনি শুভমনও। ৫টি চার মেরে শুরু করলেও ১২ বলে ২৩ করে আউট হন। আফগানদের বিরুদ্ধে একেবারেই তরুণ দল নিয়ে নামে ভারত। জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। মিডল অর্ডারও পুরোই অনভিজ্ঞ। তাসত্ত্বেও যথেষ্ট ভাল খেলেন তিলক বর্মা, শিবম দুবে, জিতেশ শর্মা। প্রচণ্ড ঠাণ্ডা। তারওপর কুয়াশা। ব্যাট করা সহজ ছিল না। কিন্তু ২৮ রানে দলের দুই সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার রোহিত এবং শুভমন ফিরে যাওয়া সত্ত্বেও প্যানিক করেনি তরুণ ব্রিগেড। ঠাণ্ডা মাথায় দলকে জয়ে পৌঁছে দেয়। শুরুটা ভাল করলেও ২৬ রানে আউট হন তিলক। মাত্র ২০ বলে ৩১ রানের চটজলদি ইনিংস খেলেন জিতেশ শর্মা। তাতে রয়েছে ৫টি চার। কিন্তু দলকে জয়ে পৌঁছে দেন শিবম দুবে। ২টি ছয়, ৫টি চারের সাহায্যে ৪০ বলে ৬০ রানে অপরাজিত থাকেন বাঁ হাতি। আন্তর্জাতিক টি-২০ তে তাঁর দ্বিতীয় অর্ধশতরান। শেষ দু"বলে ছক্কা এবং চার হাঁকিয়ে দলকে জেতান। ম্যাচের অন্তিমলগ্নে তাঁকে যোগ্য সঙ্গত দেন রিঙ্কু সিং। 
  • Link to this news (আজকাল)