• নিশীথের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট...
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা হাইকোর্টে মামলার শুনানি না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ নিশীথের রক্ষাকবচ খারিজ করে দিয়েছিল। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সেই মামলায় শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, নিশীথের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। প্রসঙ্গত, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের আবহে কোচবিহারে দুজন গুলিবিদ্ধ হন। নিশীথ প্রামাণিকের নির্দেশেই গুলি চালানো হয় বলে অভিযোগ। ফলে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে আহতদের পরিবার। সেই মামলাতেই গ্রেপ্তারি এড়াতে শীর্ষ আদালতের দ্বারস্থ হন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। এদিন দেশের শীর্ষ আদালতের নির্দেশে সাময়িক স্বস্তি মিলল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের।
  • Link to this news (আজকাল)