• সাইবার প্রতারণা থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখতে নয়া উদ্যোগ টেলি যোগাযোগ দপ্তরের ...
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বর্তমান কালে বাড়ছে সাইবার প্রতারণা। নিত্যদিন নতুন নতুন পন্থায় এই প্রতারণা চলছে। এবার গ্রাহকদের সুরক্ষার জন্য নয়া উদ্যোগ নিল টেলি যোগাযোগ দপ্তর। প্রতারকদের তরফ থেকে আসা ইনকামিং কলগুলি ঠেকাতে এবং সাইবার অপরাধ ও জালিয়াতি থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখতে তারা একটি সক্রিয় অভিযান শুরু করেছে। এ বিষয়ে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। দপ্তর জানিয়েছে, *৪০১# এবং তারপর অজানা মোবাইল নম্বর ডায়াল করার মাধ্যমে কোন নাগরিকের মোবাইলে প্রাপ্ত নিঃশর্ত কল ফরওয়ার্ডিং, অজ্ঞাত মোবাইল নম্বরে সক্রিয় হয়ে যায়। এর ফলে প্রতারকরা ওই নম্বরে আসা সমস্ত ইনকামিং কল রিসিভ করার অনুমতি দেয়। এর জেরে ওই নম্বরটি জালিয়াতির জন্য ব্যবহার করার সুযোগ পেয়ে যায় প্রতারক যেতে।
  • Link to this news (আজকাল)