• বিকল্প জ্বালানিতে জোর দিলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পেট্রোল-ডিজেলের ব্যবহার ভারতবর্ষ থেকে কমাতে হবে। তবেই বাঁচবে পরিবেশ, বাঁচবে দেশ। গুজরাট সামিট থেকে এমনটাই বললেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতীন গাডকারি। তিনি বলেন, দেশে প্রতিদিনই দূষণের পরিমান বাড়ছে। একে রুখতে হলে সবার আগে দৈনন্দিন জীবনে পেট্রোল-ডিজেলের ব্যবহার কমাতে হবে। এই দুয়ের বিকল্প জ্বালানি ব্যবহারের দিকে জোর দিতে হবে। হাইড্রোজেন গ্যাস, বিদ্যুতে চলা গাড়ির ব্যবহারে জোর দিতে হবে। একে ব্রিটিশের ভারত শাসনের সঙ্গে তুলনা করেন গাডকারি। তিনি আরও বলেন, দেশের পরিবহন ক্ষেত্র থেকে প্রায় ৪০ শতাংশ দূষণ ছড়ায়। যদি একে আটকানো যায় তবে দেশে দূষণের পরিমান অনেকটাই কমানো যাবে। এরফলে ভারত অর্থনৈতিক দিকে আরও বেশি শক্তিশালী হতে পারবে। বিকল্প জ্বালানিতে জোর দিলে তা দেশের নাগরিকদের সামনে নতুন কর্মসংস্থানের পথও খুলে দেবে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী। 
  • Link to this news (আজকাল)