• শক্তি যাচাই করতে তৃণমূল স্তরে বৈঠক করবে কংগ্রেস
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট। ৫ রাজ্যের রায়ে একটি রাজ্য ছাড়া অন্য চারটি ক্ষেত্রে একেবারে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস শিবির। এবার সেখান থেকে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া কংগ্রেস হাইকমান্ড। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বেশ কয়েকটি রাজ্যের তৃণমূল স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে কর্নাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালা, লাক্ষাদ্বীপ, পদুচেরী, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, গোয়া এবং আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জে দলের তৃণমূল স্তরের নেতাদের নিয়ে বৈঠক করা হবে। এই সমস্ত রাজ্যে কংগ্রেস কতটা শক্তিশালী রয়েছে তা হিসেব নিতেই এই বৈঠক করা হবে। সেইমতো ইন্ডিয়া জোটের সঙ্গে আসন রফা করবে কংগ্রেস শিবির। বিজেপিকে হারাতে যেখানে বিরোধীরা শক্তিশালী সেখানে তাঁদের আসন কতটা ছাড়বে কংগ্রেস তা নিয়েই বৈঠকে আলোচনা হবে। যদিও বহু জায়গায় ইন্ডিয়া জোট নিয়ে না ভেবে দলের সকল নেতা-কর্মীদের একযোগে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে।  
  • Link to this news (আজকাল)