• জেনে নিন দেশের স্বচ্ছতম শহর কোনটি'‌
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ দেশের স্বচ্ছতম শহরের তকমা পেল ইন্দোর। প্রসঙ্গত, ইন্দোরের সঙ্গে স্বচ্ছতম শহরের তালিকায় যুগ্মভাবে উঠে এসেছে গুজরাটের সুরাট।‌ এই নিয়ে সপ্তমবার দেশের স্বচ্ছতম শহরের শিরোপা পেল ইন্দোর। কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ সর্বক্ষণ অ্যাওয়ার্ড ২০২৩’–এর সমীক্ষায় এই শিরোপা পেল মধ্যপ্রদেশের রাজধানী। এরপরে রয়েছে নবি মুম্বই। আর স্বচ্ছতম গঙ্গাশহর হল বারাণসী। স্বচ্ছতার দিক থেকে সেরা ক্যাটেগরির রাজ্যগুলির মধ্যে শীর্ষ রয়েছে মহারাষ্ট্র। তারপরে রয়েছে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। তালিকার নীচের দিক থেকে একেবারে শেষের তিনটি রাজ্য হল রাজস্থান, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ। এদিকে স্বচ্ছতম গঙ্গা শহর হিসেবে একেবারে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশের বারাণসী। তারপর রয়েছে প্রয়াগরাজ, বিজনোর, হরিদ্বার, কনৌজ, পাটনা, হৃষিকেশ, কানপুর, রাজমহল এবং শাহীগঞ্জ। এই তালিকায় মোট ৮৮টি শহর রয়েছে এবং সবচেয়ে নীচে রয়েছে ছাপড়া।‌ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার দিল্লির ভারত মন্ডপমে পরিচ্ছন্নতা সংক্রান্ত স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার ২০২৩ প্রদান করেন। কেন্দ্রীয় আবাস ও নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরী উপস্থিত ছিলেন। 
  • Link to this news (আজকাল)