• স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে দৌড়, ‌অংশ নিলেন জেলাশাসক, পুলিশ কমিশনার...
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ ‘‌রান ফর হেলথ ও ভোট ফর ডেমোক্রেসি’‌ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হল মিনি ম্যারাথন। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে আয়োজিত ম্যারাথনে অংশ নিলেন জেলাশাসক, পুলিশ কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। শুক্রবার ভোরে হুগলি জেলা প্রশাসন এবং চন্দননগর কমিশনারেটের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ এবং দশ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন আট থেকে আশি প্রায় পাঁচশো মানুষ। অংশ নেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ জেলা প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। একইসঙ্গে জেলার নামীদামী খেলোয়াড়রাও ম্যারাথনে অংশ নেন। চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ড থেকে ম্যারাথনের সূচনা হয়। তার আগে ট্যাবলো উদ্বোধন করা হয়। এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিনে গোটা দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয়েছে কমিশনার কাপ ফুটবল প্রতিযোগিতার। এদিন হবে ফাইনাল। পাশাপাশি এদিন চুঁচুড়া আরোগ্যর তরফে চুঁচুড়া পিপুলপাতি মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয়। প্রভাতি শোভাযাত্রায় অংশ নেন শহরবাসী। ইমামবাজার রামকৃষ্ণ ভক্ত সঙ্ঘ থেকে হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সঙ্ঘ, প্রবুদ্ধ ভারত সঙ্ঘর চুঁচুড়া শাখা এবং ইমামবাজার রামকৃষ্ণ ভক্ত সঙ্ঘের যৌথ উদ্যোগে সারাদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)